উত্তরপ্রদেশ-বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা, রাজ্যজুড়ে খামখেয়ালি বৃষ্টির পূর্বাভাস
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।
নিজস্ব প্রতিবেদন: গ্রীষ্মের দাবদাহ শেষে রাজ্যে এসেছে বর্ষা। গত কয়েকদিন ধরে কখন ভারী, কখনও মাঝারি বৃষ্টিতে ভিজেছে শহর। ভাইরাল কলকাতার জলচিত্র। জেলাতেও একই ছবি। জলমগ্ন রাস্তাঘাট। নদীগুলিতে জলস্ফীতি ঘটেছে। নাজেহাল জনজীবন। আগামদিনেও কি একই অবস্থা বজায় থাকবে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
হাওয়া সূত্রে খবর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, তা উত্তরপ্রদেশ-বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে গত কয়েকদিনের মতো, আজ ও রবিবারও কলকাতায় মেঘলা আকাশ থাকবে। রয়েছে কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী থেকে অমি ভারী বৃষ্টির পূর্বাভাস। ফলে এখনই জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি মিলছে না একথা বলাই যায়।
আরও পড়ুন: ময়নাতদন্তের পর বাড়ি ফিরল দেবাশিসের দেহ, তদন্তের দাবি পরিজনদের
আরও পড়ুন: মাতৃবিয়োগের পর চেনাপরিচিতদের ফলফলাদি হাসপাতাল ও অনাথ আশ্রমে পাঠাচ্ছেন Partha
অন্যদিকে জেলাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রেয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলা-সহ নদীয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হতে পারে ভারী বৃষ্টিপাত। আগামিকাল মুর্শিদাবাদ, বীরভূম, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির পূ্র্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।