West Bengal Election 2021: অনুমতি ছাড়া বুথে বাহিনী বা পুলিস নয়, দেখতে পারবেন না পরিচয়পত্র, নির্দেশ কমিশনের

দ্বিতীয় দফার ভোটের দিন, গতকাল একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ উঠেছে।

Updated By: Apr 2, 2021, 07:34 PM IST
West Bengal Election 2021: অনুমতি ছাড়া বুথে বাহিনী বা পুলিস নয়, দেখতে পারবেন না পরিচয়পত্র, নির্দেশ কমিশনের

নিজস্ব প্রতিবেদন: প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া বুথে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী বা পুলিস। এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার বিএসএফের এডিজি অশ্বিনী কুমার সিংকে। 

দ্বিতীয় দফার ভোটের দিন, গতকাল একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ উঠেছে। ভোটারদের প্রভাবিত করা থেকে পরিচয়পত্র দেখতে চেয়েছিলেন বলেও অভিযোগ। এহেন অভিযোগ আসার পর নির্বাচন কমিশন (Election Commission) জানিয়ে দিল, জওয়ানরা পরিচয়পত্র দেখবেন না। সেই দায়িত্ব ফাস্ট পোলিং অফিসারের। 

বাহিনীর বিরুদ্ধে অভিযোগ

তৃণমূল অভিযোগ করেছিল, কোতুলপুরের ৮০ নম্বর বুথে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও তার ছেলেকে মারধর করে বুথ থেকে তাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামের ২২৫ নম্বর বুথে শুভেন্দুর নির্দেশে এলাকাবাসীকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। নন্দকুমারের ২০৭ নম্বর বুথে সিআরপিএফ নাকি ভোটদাতাদের বিজেপিকে ভোট দিতে বলেছে!

আরও পড়ুন- West Bengal Election 2021: ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা পুলিস ও বাহিনীর, বয়ালকাণ্ডে রিপোর্ট দুবের

.