Pegasus কাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন, ৬ মাসের মধ্যে রিপোর্ট তলব নবান্নের
প্রথম রাজ্য হিসেবে পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ।
নিজস্ব প্রতিবেদন: একজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, আর একজন কলকাতা হাইকোর্টের। Pegasus কাণ্ডে এবার বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে গঠিত হল ২ সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিশন। গোটা বিষয়টি খতিয়ে দেখে ৬ মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে এই কমিশনকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আমরা সাতদিন অপেক্ষা করলাম। প্রধানমন্ত্রী কোনও বিবৃতি দিলেন না। দিল্লি যাওয়ার আগে এই কমিশন গঠন করে দিয়ে গেলাম'।
একুশের ভোটে বিপুল জয়। বাংলার ফের ক্ষমতায় ফিরেছে তৃণমূল। এবার মিশন, ২০২৪। ৫ দিনের সফরে ঠাসা কর্মসূচি। আগামিকাল অর্থাৎ প্রধানমন্ত্রীর মোদীর সঙ্গে মুখোমুখি বৈঠকে করবেন বলে সূত্রে খবর। সংসদের বর্ষাকালীন অধিবেশন ফাঁকে দিল্লিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যে ভ্যাকসিন সংকট ও বকেয়া টাকার প্রসঙ্গ তুলতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিরোধী ফ্রন্ট গঠনের লক্ষ্যে বৈঠক করতে পারেন সোনিয়া গান্ধী, শরদ পাওয়ারের মতো বিরোধী দলের নেতাদের সঙ্গে।
আরও পড়ুন: বিপ্লবের ত্রিপুরায় বাধার মুখে I-PAC, হোটেল বন্দি করে রাখার অভিযোগ
এদিকে Pegasus কাণ্ডে উত্তাল সংসদ। কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলার কৌশল নিয়েছে তৃণমূল। রাজ্যসভায় কাগজ ছিঁড়ে বিপাকে পড়েছেন সাংসদ শান্তনু সেন। তাঁকে সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। এদিন দিল্লি রওনা হওয়ার রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই Pegasus কাণ্ডে ২ সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের প্রস্তাবে শিলমোহর পড়ে। কারা থাকছেন এই কমিশনে? সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এমভি লোকুর ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোর্তিময় ভট্টাচার্য্য। কীভাবে আড়া পাতা হল মোবাইল? গোটা বিষয়টি খতিয়ে বিচারবিভাগীয় তদন্ত কমিশনকে ৬ মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)