'আর্থিক চাপে যেন মেধা মাথা নত না করে,' মন্তব্য শিক্ষামন্ত্রীর
আর্থিক চাপে যেন মেধা, মাথা নত না করে। সেই লক্ষ্যেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়মে বাঁধতে চাইছে রাজ্য। শিক্ষা বিল নিয়ে আজ এমনই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়মে বাঁধা মানেই শিক্ষার মান পড়ে যাওয়া নয়। বরং, সকলের জন্য শিক্ষাকাকে অগ্রাধিকার দেওয়া।
!['আর্থিক চাপে যেন মেধা মাথা নত না করে,' মন্তব্য শিক্ষামন্ত্রীর 'আর্থিক চাপে যেন মেধা মাথা নত না করে,' মন্তব্য শিক্ষামন্ত্রীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/04/80065-sdffdskdkfdfk.jpg)
ওয়েব ডেস্ক : আর্থিক চাপে যেন মেধা, মাথা নত না করে। সেই লক্ষ্যেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়মে বাঁধতে চাইছে রাজ্য। শিক্ষা বিল নিয়ে আজ এমনই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়মে বাঁধা মানেই শিক্ষার মান পড়ে যাওয়া নয়। বরং, সকলের জন্য শিক্ষাকাকে অগ্রাধিকার দেওয়া।
আরও পডুন- রাজ্যে বেরসরকারি শিক্ষায় কড়া পদক্ষেপ মমতার; স্বাগত জানালেন অভিভাবকরা
রাজ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে লাগাম ছাড়া ডোনেশন নেওয়ার ওপর রাশ টানটে এবার বদ্ধপরিকর রাজ্য সরকার। তাই এবার তাদের জন্য একগুচ্ছ বিধি নিষেধ তৈরির পথে হাঠছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গতকাল বিধানসভায় স্বাস্থ্য বিল ২০১৭ পেশ করার পরই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির দিকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এমনকী, উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই ওই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তাদের নিয়ে বৈঠকে বসবেন তিনি।