ফের রাজ্যে বেহাল শীত, এবার শত্রু উচ্চচাপ বলয় আর ঘূর্ণাবর্ত

উচ্চচাপ বলয় আর ঘূর্ণাবর্তের জেরে ফের শীতের বেহাল দশা। ঘূর্ণিঝড় মাদির বাধা কাটিয়ে উঠতে না উঠতেই আরও একবার জোড়া ফাঁসে উত্তরে হাওয়া। বাতাসে জলীয় বাষ্প বাড়ার ফলে সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি নামতে পারছে না।

Updated By: Dec 19, 2013, 03:32 PM IST

উচ্চচাপ বলয় আর ঘূর্ণাবর্তের জেরে ফের শীতের বেহাল দশা। ঘূর্ণিঝড় মাদির বাধা কাটিয়ে উঠতে না উঠতেই আরও একবার জোড়া ফাঁসে উত্তরে হাওয়া। বাতাসে জলীয় বাষ্প বাড়ার ফলে সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি নামতে পারছে না।

তবে, আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর থেকেই জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। এর প্রভাবে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমে যাবে। তাই দিনেরবেলায় শীতের অনুভূতি বজায় থাকলেও রাতে শীতের কনকনেভাব অনেকটাই কমে যাবে। আগামী ২৪ ঘণ্টায় সিকিম সংলগ্ন দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

.