জামায় কফি বা সসের দাগ লেগেছে? জেনে নিন কী ভাবে তুলবেন

কতগুলি কৌশল জানা থাকলে জামা-কাপড়ে লাগা বেশির ভাগ কড়া দাগ সহজেই তুলে ফেলা যায়। আসুন জেনে নেওয়া যাক কোন ধরনের দাগ তুলতে কোন কৌশল কাজে লাগাবেন...

Edited By: সুদীপ দে | Updated By: Dec 16, 2019, 04:26 PM IST
জামায় কফি বা সসের দাগ লেগেছে? জেনে নিন কী ভাবে তুলবেন

নিজস্ব প্রতিবেদন: অসাবধানতার ফলে বা দুর্ঘটনাবসত জামা-কাপড়ে চা-কফি, টমেটো সস, খাবারের তেল লেগে দাগ পড়ে যেতে পারে। কিন্তু ওই দাগ তুলতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়। কিছু নাছোড় দাগ হাজার চেষ্টার পরও যেতে চায় না। কিন্তু কতগুলি কৌশল জানা থাকলে জামা-কাপড়ে লাগা বেশির ভাগ কড়া দাগ সহজেই তুলে ফেলা যায়। আসুন জেনে নেওয়া যাক কোন ধরনের দাগ তুলতে কোন কৌশল কাজে লাগাবেন...

১) জামা-কাপড়ে টমেটো সস বা কেচাপের দাগ খুবই বিরক্তিকর ব্যাপার! এই ধরনের দাগ তুলতে প্রথমে সাদা ভিনিগার তুলোয় ভিজিয়ে দাগের উপরে হালকা করে ঘষে নিয়ে সেখানে সাবান লাগান। এ বার জামা কেচে নিলেই দাগ সহজে উঠে যাবে।

২) জামা-কাপড়ে তেলের দাগ সহজে তুলতে প্রথমে দাগের উপর বেবি পাউডার ছড়িয়ে দিন। তার পর টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষে নিয়ে সেখানে সাবান লাগান। ফের একবার টুথব্রাশ দিয়ে ঘষে নিলেই উঠে যাবে তেলের দাগ। তার পর কাপড়টা কেচে নিন।

৩) গ্রিজের দাগ একবার কোথাও লাগলে, তা সহজে তোলা যায় না! তবে জামা-কাপড়ে লাগা গ্রিজের দাগ তোলারও উপায় আছে। দাগের উপরে প্রথমে কিছুটা নুন ছড়িয়ে দিন। দেখবেন, গ্রিজের দাগ নুন শুষে নিচ্ছে। এর পর হাত দিয়ে ঝেড়ে ফেলুন বাকি শুকনো নুন। ব্যস, দেখবেন দাগ অনেকটাই ফিকে হয়ে গিয়েছে।

আরও পড়ুন: শীতে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? খুব চুল ঝরছে? কাজে লাগান এই ঘরোয়া হেয়ার প্যাকগুলি

৪) জামা-কাপড়ে কফির দাগ তুলতে হলে প্রথমে সাদা ভিনিগার তুলোয় ভিজিয়ে দাগের উপর লাগিয়ে তার উপর আধা চামচ বেকিং সোডা ছড়িয়ে দিন। সোডা শুষে নিলে টুথব্রাশ ভিনিগারে ডুবিয়ে দাগের উপর হালকা করে ঘষে নিন। দেখবেন, দাগ অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। শেষে দাগ লাগা কাপড়টা ভাল করে ধুয়ে নিন।

৫) জামা-কাপড়ে একবার রেড ওয়াইনের দাগ লাগলে তা তোলা বেশ কষ্টকর। তবে এ দাগও তোলার উপায় রয়েছে। জামা-কাপড়ে লাগা রেড ওয়াইনের দাগের উপর হোয়াইট ওয়াইন ঢেলে দিন। শুকিয়ে গেলে গোটা জামাটাই ধুয়ে ফেলুন। দেখবেন, দাগ গায়েব!

.