Constitution Day: বক্তা তালিকায় রাখতে হবে রাহুল গান্ধীর নাম! প্রধানমন্ত্রীও বলবেন না, পাল্টা কেন্দ্র

Rahul Gandhi: যদিও সরকার ও বিরোধীদের এই টানাপোড়েনে বিজেপির দাবি, প্রধানমন্ত্রীও এই কর্মসূচিতে ভাষণ দিচ্ছেন না। এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীর সম্বোধনের দাবি অর্থহীন। প্রধানমন্ত্রী আরেকটি কর্মসূচিতে ভাষণ দেবেন।

Updated By: Nov 26, 2024, 09:49 AM IST
Constitution Day: বক্তা তালিকায় রাখতে হবে রাহুল গান্ধীর নাম! প্রধানমন্ত্রীও বলবেন না, পাল্টা কেন্দ্র
ফাইল ছবি

রাজীব চক্রবর্তী: সংবিধান দিবসে বক্তা তালিকায় নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীকে বলতে দেওয়ার দাবিতে অনড় কংগ্রেস। মঙ্গলবার সংসদের সংবিধান দিবসের অনুষ্ঠানে বক্তৃতার ইস্যু নিয়ে কংগ্রেস বিজেপি সংঘাত চরমে। সোমবারই ইন্ডিয়া জোটের তরফে স্পিকারকে চিঠি দিয়ে সংবিধান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলনেতাকেও বক্তা তালিকায় রাখার আবেদন জানানো হয়। 

আরও পড়ুন, Adani Group: বিশ্ববিদ্যালয় গড়ার জন্য আদানির ১০০ কোটি টাকা ফেরাল রাজ্য

এরপরই সরকারের তরফে জানানো হয়েছে, বক্তা তালিকায় থাকছেন না প্রধানমন্ত্রী। সংসদের সেন্ট্রাল হলে যৌথ অধিবেশনে ৭৫ তম সংবিধান দিবসের অনুষ্ঠানে লোকসভার স্পিকারের স্বাগত ভাষণের পর বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। ডায়াসে প্রধানমন্ত্রীর পাশেই থাকবেন দুই কক্ষের বিরোধী দলনেতা। বিজেপির অভিযোগ, সংবিধান দিবসের পবিত্র অনুষ্ঠানে রাজনীতির রং লাগাচ্ছে কংগ্রেস।

ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতারা লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি লিখে দাবি করেন যে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হিসাবে এই কর্মসূচিতে ভাষণ দেবেন। বিরোধীদের এই দাবি প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার বিশেষ অনুষ্ঠানের জন্য লোকসভা এবং রাজ্যসভার বিরোধী নেতাদের মূল মঞ্চে স্থান দিয়েছে। বিরোধীরা ঘটনা না জেনেই প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে।

তাদের আরও বক্তব্য, প্রধানমন্ত্রীও এই কর্মসূচিতে ভাষণ দিচ্ছেন না। এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীর সম্বোধনের দাবি অর্থহীন। প্রধানমন্ত্রী আরেকটি কর্মসূচিতে ভাষণ দেবেন। যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রমুখ। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার গত কয়েক বছর ধরে ২৬ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালন করে আসছে। 

এ বছর সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সংসদে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে অংশ নেবেন। পুরনো সংসদ ভবনের কেন্দ্রীয় হলে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি ভাষণ দেবেন। যদিও প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ভাষণ দেবেন না। কেন্দ্রীয় হলকে সরকার সংবিধান হাউস ঘোষণা করেছে। এদিন সংবিধানের ওপর একটি মুদ্রা ও ডাকটিকিট জারি করা হবে।

 

আরও পড়ুন, New Pan Card: হয়ে গেল বড় ঘোষণা! বদলে ফেলতে হবে প্যান কার্ড, নতুন কী থাকছে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.