সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল 'আ ব্যাড গার্ল'
![সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল 'আ ব্যাড গার্ল' সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল 'আ ব্যাড গার্ল'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/02/19/35055-abadgirl.jpg)
ভারতীয় সমাজে সবথেকে প্রচলিত শব্দ বোধহয় 'খারাপ মেয়ে।' ধর্ষণ, খুনের মামলা বিচারের অপেক্ষায় আদালতে আবর্জনা বাড়ালেও মেয়েদের চরিত্রর বিচার পাওয়া যায় নিমেষে। খুব সহজেই লাগানো যায় খারাপ মেয়ের ট্যাগ। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই খারাপ মেয়েদের ছবির সিরিজ। পরপর সাজানো ৬টি ছবি বুঝিয়ে দিচ্ছে কাকে বলে 'আ ব্যাড গার্ল।'
পরপর ছবিতে দেখা যাচ্ছে ধুমপান, বেশি খাওয়া, গোল রুটি না বানাতে পারা, পর্নোগ্রাফি দেখা, এই সবকিছুই কীভাবে বলে দেয় 'আ ব্যাড গার্ল।' সেলফি তোলার সময় সেক্সি পাউট করলে, পার্কে গিয়ে কোনও ছেলের প্রেমে পড়লে বা গোয়ায় ছুটি কাটালেই হয়ে যাওয়া যায় বাজে মেয়ে। এই ছবি প্রকাশিত হতেই ফেসবুক, টুইটারে ভাইরাল হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরে ধর্ষণ, মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় দেশের 'সাধু', রাজনীতিকদের কুরুচিকর মন্তব্যের এ এক যোগ্য জবাব বলে মনে করছেন ইউজাররা।