৭ দিনে প্রথমবার অপরিবর্তিত জ্বালানির দাম, জেনে নিন আপনার শহরের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১১০.৫০ টাকা এবং ডিজেলের দাম ১০১.৫৬ টাকা প্রতি লিটার।
![৭ দিনে প্রথমবার অপরিবর্তিত জ্বালানির দাম, জেনে নিন আপনার শহরের দাম ৭ দিনে প্রথমবার অপরিবর্তিত জ্বালানির দাম, জেনে নিন আপনার শহরের দাম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/03/352734-petrol-price-2.jpg)
নিজস্ব প্রতিবেদন: টানা সাতদিন বাড়ানোর পর বুধবার জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও, মঙ্গলবার পেট্রোলের দাম প্রতি লিটার প্রতি ৩৫ পয়সা বাড়ানো হয়েছিল, যা সারা দেশে দামকে নতুন উচ্চতায় ঠেলে দিয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানী খুচরা বিক্রেতাদের মূল্য বিজ্ঞপ্তি অনুসারে দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১১০.০৪ টাকা এবং মুম্বাইতে প্রতি লিটার ১১৫.৮৫ টাকায় পৌঁছেছে। মুম্বইতে, ডিজেল এখন প্রতি লিটারে ১০৬.৬২ টাকায় পাওয়া যাচ্ছে। দিল্লিতে এর দাম প্রতি লিটার ৯৮.৪২ টাকা।
আরও পড়ুন: Chinsurah: কালীপুজোয় ৪০১ টাকা চাঁদা দাবি, না দিতেই রাতদুপুরে ভয়ঙ্কর অভিজ্ঞতা পরিবারের
কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১১০.৫০ টাকা এবং ডিজেলের দাম ১০১.৫৬ টাকা প্রতি লিটার। অন্যদিকে চেন্নাইতে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৬৬ টাকা এবং ১০২.৫৯ টাকা প্রতি লিটার।
যদিও পেট্রোলের প্রতি লিটারের দাম ইতিমধ্যেই দেশের সমস্ত বড় শহরগুলিতে ১০০ টাকা পেরিয়ে গেছে। রবিবার পশ্চিমবঙ্গ দেশের সর্বশেষ রাজ্য হিসেবে সেই স্তরের উপরে দেশের সবচেয়ে বেশি জ্বালানী ব্যাবহারকারি রাজ্যে পরিণত হয়েছে। রাজ্যের পুরুলিয়া, কৃষ্ণনগর, বহরমপুর এবং কোচবিহার জেলায় ডিজেলের দাম ছিল ১০০ টাকার উপরে।