উপহারের ফটোফ্রেম নিজেই বানিয়ে দিন! শিখে নিন কৌশল

উপহারের দোকানে নানা রকম বাহারি ফটোফ্রেম কিনতে পাওয়া যায়। দামও বাজেটের মধ্যে। তবে সুন্দর করে সাজিয়ে নিজে হাতে যদি ফটোফ্রেম তৈরি করে কাউকে উপহার দেওয়া যায়, তার কদরই আলাদা!

Updated By: Jul 10, 2018, 09:35 PM IST
উপহারের ফটোফ্রেম নিজেই বানিয়ে দিন! শিখে নিন কৌশল

নিজস্ব প্রতিবেদন: বন্ধুর জন্মদিনে বা অফিসে সহকর্মীর ফেয়ারওয়েল পার্টির উপহার হিসেবে অনেকেরই প্রথম পছন্দ ফটোফ্রেম। উপহারের দোকানে নানা রকম বাহারি ফটোফ্রেম কিনতে পাওয়া যায়। দামও বাজেটের মধ্যে। তবে সুন্দর করে সাজিয়ে নিজে হাতে যদি ফটোফ্রেম তৈরি করে কাউকে উপহার দেওয়া যায়, তার কদরই আলাদা! চলুন জেনে নেওয়া যাক দেয়ালে ঝোলানোর উপযোগী ফটোফ্রেম তৈরির পদ্ধতি। নিজের ঘরও সাজাতে পারবেন আবার উপহারও দেওয়া যাবে।

ফটোফ্রেম তৈরি করতে লাগবে:

পিচবোর্ড, রঙিন কাগজ, প্লাস্টিকের লম্বা করে কাটা শিট, আঠা, বিভিন্ন রঙের বোতাম, রঙ্গিন কাপড়-কাগজ বা প্লাস্টিকের ফুল। এর পরিবর্তে চুমকি, শামুক, ঝিনুক, কড়ি ইত্যাদি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন।

ফটোফ্রেম বানানোর পদ্ধতি:

ফটোফ্রেমটির আকার-আকৃতি কী হবে, তা আগে ঠিক করে নিয়ে সেই মতো পিচবোর্ড কেটে নিন।

পিচবোর্ডের মাঝখানে ছবির মাপ অনুযায়ী দাগ দিয়ে একটু ছেড়ে সমান ভাবে দাগ বরাবর কেটে ফেলুন।

এরপর আঠা লাগিয়ে রঙিন কাগজটি দিয়ে পিচবোর্ডটি মুড়ে নিন (চাইলে কাগজের পরিবর্তে কাপড়ও ব্যবহার করতে পারেন)।

আরও পড়ুন: কাঁচের জারে ছবি, ঘর সাজান ছবির মতো করে!

প্লাস্টিকের শিট মাপ অনুযায়ী কেটে পিচবোর্ডের ধার বরাবর জুড়ে দিন। এরপর কাগজে আঠা লাগিয়ে ছবি রাখার জন্য পকেট তৈরি করুন।

হাতের কাছে অন্য কিছু না পেলে স্রেফ কিছু রঙ্গিন বোতাম আটকে দিন ফ্রেমের গায়ে, দেখবেন কত সুন্দর লাগছে! দেয়ালে আটকানোর জন্য ফটোফ্রেমের উপর দিকে ছিদ্র করে লুপ লাগান।

টেবিলে বশিয়ে রাখতে চাইলে কার্ড বোর্ডের স্ট্যান্ড বানিয়ে আঠা দিয়ে জুড়ে দিন।

নিজহাতে তৈরি এই ফটোফ্রেম বাড়িতে ঘর সাজাতে ব্যবহার করতে তো পারবেনই সেই সঙ্গে উপহারও দিতে পারবেন আপনজন আর বন্ধুদের। খরচ সাকুল্যে যা দাঁড়াবে তা বাজার চলতি সবচেয়ে সস্তা ফটোফ্রেমের দামের তুলনায় খুব একটা বেশি হবে না। তবে তারিফ জুটবে প্রচুর!

.