উলের বদলে বোনা হল নুডলস, ইন্টারনেটে Viral Video
নেটদুনিয়ার নাগরিকরা উত্তেজিত হয়ে গেছেন এই ভিডিও দেখে
![উলের বদলে বোনা হল নুডলস, ইন্টারনেটে Viral Video উলের বদলে বোনা হল নুডলস, ইন্টারনেটে Viral Video](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/02/03/363645-knitting-noodles.jpg)
নিজস্ব প্রতিবেদন: ইন্টারনেটের ভার্চুয়াল জগতে বিভিন্ন শৈল্পিক ভিডিও, মজার মিম, অনুপ্রেরণাদায়ক গল্প এবং আরও অনেক কিছু খুঁজে পাওয়া যায়। একই সঙ্গে পাওয়া যায় কিছু উদ্ভট ভিডিও। এই ভবিডিওগুলি দেখে অবাক হয়ে যাবেন আপনি।
এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। নেটদুনিয়ার নাগরিকরা উত্তেজিত হয়ে গেছেন এই ভিডিও দেখে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি উল বোনার কাঁটা দিয়ে বুনছেন নুডুলস।
আরও পড়ুন: Pakistan Paracetamol Shortage: বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, পাকিস্তানে প্যারাসিটামলের জন্য হাহাকার
উদ্ভট এই ভিডিওটি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে ভাইরাল হচ্ছে এবং প্রায় ৩ লক্ষ ৮০ হাজার লাইক পেয়েছে। বিশ্বজুড়ে নেটপারার নাগরিকরা ক্লিপটি সম্পর্কে মিশ্র মতামত প্রকাশ করেন। এই ভিডিওটির মন্তব্য বিভাগ প্লাবিত হয়ে গেছে মানুষের প্রতিক্রিয়ায়।
— ✧ (@mixiaoz) January 16, 2022
নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, "এগুলিকে শুকিয়ে শক্ত হতে দিন তারপরে একটি মোড়কের মধ্যে রেখে দিন এবং কেউ পার্থক্য করতে পারবে না।"