পুরী জগন্নাথ ধামে সাজ সাজ রব...
রাত পোহালেই দড়িতে টান। রথের চাকা কখন ঘুরবে, চলছে শেষ মুহূর্তের কাউন্টডাউন। তিলধারণের জায়গা নেই পুরীতে। রথযাত্রাকে ঘিরে জগন্নাথধাম জুড়ে এখন উত্সবের আলো।
![পুরী জগন্নাথ ধামে সাজ সাজ রব... পুরী জগন্নাথ ধামে সাজ সাজ রব...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/07/17/40265-purirathyatra.jpg)
ওয়েব ডেস্ক: রাত পোহালেই দড়িতে টান। রথের চাকা কখন ঘুরবে, চলছে শেষ মুহূর্তের কাউন্টডাউন। তিলধারণের জায়গা নেই পুরীতে। রথযাত্রাকে ঘিরে জগন্নাথধাম জুড়ে এখন উত্সবের আলো।
রথের গায়ে তুলির শেষ টান। তিন দেবদেবীর নবকলেবর। এসব ঘিরে আগ্রহ তুঙ্গে। দেশবিদেশের অসংখ্য অতিথি। হোটেল, গেস্টহাউসে তিলধারণের জায়গা নেই। মূল মন্দির থেকে গুণ্ডিচাবাড়ি, রথের যাত্রাপথ, সবই মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। রথের চাকা গড়ালেই রাজপথে নামবে জনসমুদ্রের ঢেউ। শুক্রবার শহর ছিল জুড়ে তারই ওয়ার্মআপ।
এই বছরই নব কলেবলে সজ্জিত হয়েছে পুরী মন্দিরের বিগ্রহ।