Petrol price: মহার্ঘ্য জ্বালানি, নাভিশ্বাস শহরবাসির
মঙ্গলবার ৩৪ পয়সা দাম বেড়েছে জ্বালানির
![Petrol price: মহার্ঘ্য জ্বালানি, নাভিশ্বাস শহরবাসির Petrol price: মহার্ঘ্য জ্বালানি, নাভিশ্বাস শহরবাসির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/02/352541-petrol-price-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: টানা সপ্তম দিনে অব্যাহত জ্বালানির মূল্যবৃদ্ধি। মহার্ঘ জ্বালানিতে নাভিশ্বাস শহরবাসির।
মঙ্গলবার ১১০ টাকা ১৫ পয়সা থেকে বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১১০ টাকা ৪৯ পয়সা। ডিজেলের মূল্য অপরিবর্তিত রয়েছে ১০১ টাকা ৫৬ পয়সায়। মঙ্গল্বারের মুল্যবৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১১০.০৪ টাকা, ডিজেল প্রতি লিটারে৯৮ টাকা ৪২ পয়সা।
আরও পড়ুন: WB By-poll LIVE: উপনির্বাচনের ফল ঘোষণা মঙ্গলবার, ৪ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল
চারটি মেট্রো শহরের মধ্যে, জ্বালানির দাম মুম্বাইতে সবচেয়ে বেশি, যেখানে ১ লিটার পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১১৫.৮৫ টাকা এবং ১০৬.৬২ টাকা। চেন্নাইতে, পেট্রোল প্রতি লিটার ১০৬.৬৬ টাকা এবং ১ লিটার ডিজেল ১০২.৫৯ টাকা।
সামগ্রিকভাবে, অক্টোবরের ৩১ দিনের মধ্যে, ২৪ দিনে জ্বালানীর দাম বাড়ানো হয়েছিল। মঙ্গলবারের পরিসংখ্যান যুক্ত করে, ২৬ দিনে পেট্রোল প্রতি লিটারে ৮.২০ টাকা বেড়েছে, যেখানে একই সময়ে ডিজেল প্রতি লিটারে ৮.৬৫ টাকা বেড়েছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)