ম্যাড়ম্যাড়ে দাম্পত্য? ফিকে হচ্ছে ভালবাসার রঙ? পুরনো প্রেম ফিরতে পারে সহজ উপায়ে
রইল কিছু রোম্য়ান্টিক আইডিয়া, যা ফেরাতে পারে আপনার পুরোনো প্রেম।
![ম্যাড়ম্যাড়ে দাম্পত্য? ফিকে হচ্ছে ভালবাসার রঙ? পুরনো প্রেম ফিরতে পারে সহজ উপায়ে ম্যাড়ম্যাড়ে দাম্পত্য? ফিকে হচ্ছে ভালবাসার রঙ? পুরনো প্রেম ফিরতে পারে সহজ উপায়ে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/11/228306-love.jpg)
নিজস্ব প্রতিবেদন : কথায় আছে পুরোনো চাল ভাতে বাড়ে। তেমনভাবেই পুরোনো প্রেমও কিন্তু ভালোবাসায় বাড়ে। তবে এখন সোশ্য়াল মিডিয়ার চক্করে অনেকেই হারাতে বসেছেন পুরনো প্রেমের সেই গন্ধ। তাই আপনাদের জন্য রইল কিছু রোম্য়ান্টিক আইডিয়া, যা ফেরাতে পারে আপনার পুরোনো প্রেম-
আরও পড়ুন- আপনার রুচি ও ব্যক্তিত্ব কেমন! বলে দেবে ব্যাগ
১)হোয়াটসআ্য়পের বদলে চিঠি-
হোয়াটসআ্য়পে সারাদিন দুজনে আটকে না থেকে একদিন বাদ দিয়ে দেখুন না স্মার্টফোন। নিজের হাতে চিঠি লিখুন সঙ্গী কে। সেই চিঠিতে লেগে থাকবে আপনার আবেগের ছোঁয়া আর ফিরবে সঙ্গীর মন ও।
২)ক্য়াবের বদলে অভ্য়াস করুন হাঁটা-
অ্য়াপ ক্য়াবের উপর ভরসা ছাড়ুন।মাঝে মাঝে সঙ্গীর হাতে হাত রেখে হেঁটে দেখুন। ফোনের বদলে কথা বলুন সামনা-সামনি। হাঁটতে হাঁটতে সারুন গল্প।
৩) মলে নয় মেলায়-
শপিং মলে সময় কাটানো একঘেয়ে হয়ে গিয়েছে? তাই শীতের বিকেলে দুজনে ঘুরে আসুন কোনও মেলা থেকে। নাগরদোলা, ভেলপুরি, ক্য়ান্ডি ফ্লসের স্বাদ নিন জমিয়ে আর চেখে দেখুন পুরোনো প্রেমের স্বাদ।
৪) রান্না করুন নিজে হাতে-
রেস্তরাঁর বদলে রান্না করুন নিজেরা। রান্না করুন নিজেদের পছন্দের পদ। নিজেদের হাতে রান্না করাও হবে আবার দুজনে একসঙ্গে কাটাতে পারবেন বেশ কিছুটা কোয়ালিটি টাইম।
৫) বদল করুন উপহার
সঙ্গীকে দামি উপহারের বদলে দিন পছন্দের লেখকের বই। আর উপরে লিখে দিন মিষ্টি কোন বার্তা। সঙ্গে দিতে পারেন গ্রিটিংস কার্ড।