`দামে চমক` দিয়ে আজই বাজারে আসছে স্যামসং গ্যালাক্সি এস ফাইভ
আজই বাজারে আসতে চলছে বহু প্রতিক্ষীত স্মার্টফোন স্যামসং গ্যালাক্সি এস ফাইভ। স্মার্ট দুনিয়ায় নতুন চমক, আরও স্মার্টতর যেমন ফোনে তেমন দামে।
আজই বাজারে আসতে চলছে বহু প্রতিক্ষীত স্মার্টফোন স্যামসং গ্যালাক্সি এস ফাইভ। স্মার্ট দুনিয়ায় নতুন চমক। আরও স্মার্টতর, যেমন ফোনে তেমন দামে।
আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস ফাইভের বাজার দর জানা যায়নি। কিন্তু মুম্বইয়ের এক খুচরো বিক্রেতার টুইটার থেকে জানা গেছে এই নক্ষত্রচকিত মুঠোফোনটি মধ্যবিত্তর হাতের মুঠোর বাইরে। হেঁয়ালি না করে বলাই ভাল, মাত্র ৫১, ৫০০ টাকা। তবে টুইটারটি কিছুক্ষণের মধ্যে তুলে নেওয়া হয়।
এস ফাইভে আছেটা কি:
Display:: 5.1-inch FHD Super AMOLED (1920 x 1080)
Processor:: 2.5GHz quad-core application processor and Android 4.4.2 KitKat
Battery:: 2800mAh
RAM:: 2GB
Camera:: 16 megapixel
Fron Camera:: 2.1 megapixel
এছাড়াও রয়েছে ধুলো ও জল থেকে রেহাই পেতে শত্রুঘ্ন পর্দা। সঙ্গে রয়েছে বায়োমেট্রিক স্ক্রিন ও অভেদ্য অঙ্গুলি পরিসন্ধান যন্ত্র মানে ফিংগার স্ক্যানার। মুঠোফেোনের নতুন নতুন পরিষেবাগুলি বাংলায় যতই দুর্ভেদ্য শোনাক, মধ্যবিত্তর যতই আয়ত্তের বাইরে যাক, হাই টেক যুগে স্যামসং গ্যালাক্সি এস ফাইভ অনির্বচণীয় স্মার্ট, এটা বলাই যায়।