করিনা কাপুর মা হয়ে গিয়েছেন, এবার মা হতে চলেছেন সোহা আলি খান
তাঁর সম্পর্কে বৌদি হন করিনা কাপুর। মাত্র কিছুদিন আগেই মা হয়েছেন করিনা। এবার মা হতে চলেছেন করিনা কাপুরের 'ননদ' সোহা আলি খান। সোহা আলি খানের স্বামী কুনাল খেমু নিজেই এই কথা জানিয়েছেন। একটি সাক্ষাত্কারে কুনাল খেমু বলেছেন, 'হ্যাঁ, আপনারা যা বলছেন, সেটাই ঠিক। আমি এবং সোহা সেইজন্য খুব খুব খুশি। আমাদের দুজনের জয়েন্ট প্রোডাকশন চলতি বছরেই আসতে চলেছে।অনুগ্রহ করে আপনারা সকলে সেইজন্য আমাদের শুভেচ্ছা জানাবেন।'
![করিনা কাপুর মা হয়ে গিয়েছেন, এবার মা হতে চলেছেন সোহা আলি খান করিনা কাপুর মা হয়ে গিয়েছেন, এবার মা হতে চলেছেন সোহা আলি খান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/22/84014-kunalkhemu22-4-17.jpg)
ওয়েব ডেস্ক: তাঁর সম্পর্কে বৌদি হন করিনা কাপুর। মাত্র কিছুদিন আগেই মা হয়েছেন করিনা। এবার মা হতে চলেছেন করিনা কাপুরের 'ননদ' সোহা আলি খান। সোহা আলি খানের স্বামী কুনাল খেমু নিজেই এই কথা জানিয়েছেন। একটি সাক্ষাত্কারে কুনাল খেমু বলেছেন, 'হ্যাঁ, আপনারা যা বলছেন, সেটাই ঠিক। আমি এবং সোহা সেইজন্য খুব খুব খুশি। আমাদের দুজনের জয়েন্ট প্রোডাকশন চলতি বছরেই আসতে চলেছে।অনুগ্রহ করে আপনারা সকলে সেইজন্য আমাদের শুভেচ্ছা জানাবেন।'
আরও পড়ুন চটজলদি বানিয়ে ফেলুন ‘এগ ফ্রায়েড রাইস’
প্রসঙ্গত, বলিউডের এই তারকা জুটি বিয়েটা সেরে ফেলেছিলেন ২০১৫ সালের ২৫ জানুয়ারি। আর অবশ্যই আমাদের পক্ষ থেকেও অনেক শুভেচ্ছা জানানো থাকলো, সোহা আলি খান এবং কুণাল খেমুকে। তাঁদের ফুটফুটে সন্তান হোক।