Starbucks: বরখাস্ত কর্মচারী অনলাইনে পোস্ট করলেন রেসিপি, এবার আপনিও বাড়িতে বানান স্টারবাকসের কফি
স্টারবাকসের কফির রেসিপি আর গোপন নেই কারণ স্টারবাকসের একজন কর্মচারী এই কফির গোপন রেসিপি প্রকাশ করেছেন। চলুন জেনে নেওয়া যাক এই পুরো ব্যাপারটি কী এবং এতে মানুষের প্রতিক্রিয়া কেমন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীজুড়ে স্টারবাকসের কফি অত্যন্ত বিখ্যাত। অনেক মধ্যবিত্ত মানুষ মনে করেন যে স্টারবাকসের দামি কফি খাওয়া তাদের কাছে স্বপ্ন পূরণ করার মতো। মানুষ অবশ্যই এটির স্বাদ নিতে সেখানে যায় এবং পছন্দ করে। যদিও সবাই জানতে চায় কেন স্টারবাকসের কফির স্বাদ এত আলাদা এবং এত ভাল।
স্টারবাকসের কফির রেসিপি আর গোপন নেই কারণ স্টারবাকসের একজন কর্মচারী এই কফির গোপন রেসিপি প্রকাশ করেছেন। চলুন জেনে নেওয়া যাক এই পুরো ব্যাপারটি কী এবং এতে মানুষের প্রতিক্রিয়া কেমন।
আরও পড়ুন: RBI New Rule: ১ ডিসেম্বর বদলে যাচ্ছে এই নিয়ম, RBI-এর নতুন নির্দেশে নিশ্চিন্ত গ্রাহকরা
স্টারবাকস কফির রহস্য উন্মোচন
স্টারবাকসের কফির রেসিপি এখনও পর্যন্ত গোপন রাখা হয়েছিল। যারা স্টারবাকস কোম্পানিতে কাজ করেছেন তারাই এই কফির রেসিপি সম্পর্কে জানতেন। কিন্তু এখন এই রহস্য উন্মোচিত হয়েছে গোটা বিশ্বের কাছে। স্টারবাকস থেকে বরখাস্ত হওয়া একজন কর্মচারী সোশ্যাল মিডিয়ায় কোম্পানির কফির রেসিপি পোস্ট করেছেন।
আরও পড়ুন: Durga Puja 2023: কীসে আসছেন মা দুর্গা, ফিরছেনই-বা কীসে? জেনে নিন, এর ফলে সাংঘাতিক কী ঘটবে...
চাকরিচ্যুত কর্মচারী এই কাণ্ড ঘটিয়েছে
স্টারবাকস কফির রেসিপি শেয়ার করার সময়, কল্যাণ নামে একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন যে, ‘স্টারবাকসের একজন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছিল এবং তিনি স্টারবাকসের পানীয়ের গোপন রেসিপি প্রকাশ করেছিলেন। আপনি স্বাগত জানাই’।
A Starbucks employee got fired and she posted every Starbucks drink recipe. you’re welcome pic.twitter.com/dA8v2jsOET
— Ꮶᴀʟʏᴀɴ (@IamKalyanRaksha) October 14, 2023
কী রিয়াকশন দিলেন ইউজাররা
এটি লক্ষণীয় যে ব্যবহারকারীরা স্টারবাকস থেকে বরখাস্ত হওয়া ওই কর্মচারীর এই কাজের জন্য বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া দিচ্ছেন। কিছু ব্যবহারকারী এটিকে ওই কর্মচারীর প্রতিশোধ হিসেবে দেখছেন। আবার অন্যরা এটিকে প্রতারণা বলেছেন এবং স্টারবাকসকে ওই মহিলার বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে, একজন ব্যবহারকারী লিখেছেন যে এখন আমরা স্টারবাকস পানীয়ের রেসিপি জানি এবং এখন আমরা আমাদের নিজস্ব পানীয় তৈরি করব এবং তাতে আমাদের নাম লিখব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)