যে দেশের মানুষের ৭৫ শতাংশ ফেসবুকের ছবি মদ্যপ অবস্থায় তোলা
ফেসবুকের প্রোফাইল পিকচার নিয়ে এখন অনেক গবেষণা, পরীক্ষা, সমীক্ষা চলছে। দেখা হচ্ছে মানুষ কেমন প্রোফাইল পিকচার রাখতে পছন্দ করেন। একই প্রোফাইল পিকচার সে কতদিন রাখেন। এইরকমই নানা বিষয় নিয়ে কত কত মাজাদার তথ্য রয়েছে। তবে এই তথ্যটি আপনার খুবই ভালো লাগবে।
![যে দেশের মানুষের ৭৫ শতাংশ ফেসবুকের ছবি মদ্যপ অবস্থায় তোলা যে দেশের মানুষের ৭৫ শতাংশ ফেসবুকের ছবি মদ্যপ অবস্থায় তোলা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/03/03/50864-dr.jpg)
ওয়েব ডেস্ক: ফেসবুকের প্রোফাইল পিকচার নিয়ে এখন অনেক গবেষণা, পরীক্ষা, সমীক্ষা চলছে। দেখা হচ্ছে মানুষ কেমন প্রোফাইল পিকচার রাখতে পছন্দ করেন। একই প্রোফাইল পিকচার সে কতদিন রাখেন। এইরকমই নানা বিষয় নিয়ে কত কত মাজাদার তথ্য রয়েছে। তবে এই তথ্যটি আপনার খুবই ভালো লাগবে।
আমার,আপনার ফেসবুকে আপলোড করা বেশিরভাগ ছবিই হয় উত্সব, জন্মদিন বা ঘুরতে যাওয়ার বিশেষ সময়ে তোলা। কিন্তু ব্রিটিশদের ব্যাপারটাই আলাদা। যতই হোক সাহেব বলে কথা। তা সে সাহেবরা ফেসবুকে আসক্ত। আর ফেসবুকে সাহবেরা ছবি আপলোড করেন মদ্যপ হয়ে। পরিসংখ্যান বলছে, ব্রিটিশ নাগরিকরা ফেসবুকে যেসব ছবি আপলোড করেন, তার ৭৫ শতাংশই মদ্যপ অবস্থায় তোলা। মানে সাহেবরা মদ খেয়ে এতটাই মজা পান যে তা সবার সঙ্গে শেয়ার করেন। দেখো কাণ্ড....