জল ভর্তি বেলুন ছুঁড়তে গিয়ে ব্যালকনি থেকে পড়ে গেল ১৩ বছরের বালক
Updated By: Mar 23, 2016, 06:03 PM IST
![জল ভর্তি বেলুন ছুঁড়তে গিয়ে ব্যালকনি থেকে পড়ে গেল ১৩ বছরের বালক জল ভর্তি বেলুন ছুঁড়তে গিয়ে ব্যালকনি থেকে পড়ে গেল ১৩ বছরের বালক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/03/23/52012-5viral.jpg)
ওয়েব ডেস্ক: জল ভর্তি বেলুন ছুঁড়তে গিয়ে একতলার ব্যালকনি থেকে পড়ে আহত ১৩ বছরের বালক। মাথায় গুরুরত চোট লেগেছে, অনুমান ডাক্তারদের। ঘটনাটি ঘটেছে দিল্লিতে।
হোলির উৎসবে সামিল হতে দিল্লিতে নিজের পিসির বাড়িতে এসেছিল ১৩ বছরের অর্থব জিন্দাল। নিজের বোনের সঙ্গে খেলছিল অর্থব। জল ভর্তি বেলুন ছোঁড়া, কে কতজনের গায়ে বেলুন ছুঁড়তে পেরেছে, সেটাই ছিল খেলাতে মজার মূল বিষয়। সেইমতই চলছিল খেলা। হঠাৎ বিপত্তি। বেলুন ছুঁড়তে ছুঁড়তে একতলার ব্যালকনি থেকে পড়ে যায় অর্থব। তাঁর কাঁধে, মাথায় চোট লাগে। দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অর্থব।