কাশ্মীরে সেনার গুলিতে নিহত দুই জঙ্গি, আহত চার জওয়ান
শুক্রবার সকালে নিরাপত্তাবাহিনীর গুলিতে যে দুজন জঙ্গির মৃত্যু হয়েছে, তারা জইশ-ই-মহম্মদ জঙ্গি।
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। এবারের ঘটনাস্থল বদগাঁও জেলা। সেখানকার সুটসু ভিলেজে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত দুজন জঙ্গি। আহত চারজন জওয়ান।
সেনা সূত্রে খবর, ওই এলাকায় আরও দুজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। তাই এখনও তল্লাশি অভিযান চলছে। শুক্রবার সকালে নিরাপত্তাবাহিনীর গুলিতে যে দুজন জঙ্গির মৃত্যু হয়েছে, তারা জইশ-ই-মহম্মদ জঙ্গি। বাকি দুজনও একই জঙ্গি সংগঠনের।
জম্মু-কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান প্রায় রোজকার ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলে। বৃহস্পতিবারও জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি চলেছিল জম্মু-কাশ্মীরে।
আরও পড়ুন: নির্বাচন বিধি ভেঙে ‘মিশন শক্তি’-র সাফল্য ঘোষণা করেছেন মোদী! আজ সিদ্ধান্ত কমিশনের
সেই অভিযান চলেছিল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে। সেখানে রামিজ আহমেদ দার নামে হিজবুল মুজাহিদিন জঙ্গিকে ধরে নিরাপত্তাবাহিনী। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই তাকে ধরতে অভিযান চালানো হয়েছিল।
জম্মু-কাশ্মীরের পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার কুপওয়ারা জেলার হিন্দওয়ারাতেও অভিযান চলে। সেখানে জইশের এক জঙ্গি নিহত হয় সেনার গুলিতে। ওই জঙ্গি বেশ কয়েকটি হামলার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলাও চলছিল।