গ্যাস লিক করে আতঙ্ক মধ্যপ্রদেশের স্কুলে
![গ্যাস লিক করে আতঙ্ক মধ্যপ্রদেশের স্কুলে গ্যাস লিক করে আতঙ্ক মধ্যপ্রদেশের স্কুলে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/23/91562-gas1111.jpg)
ওয়েব ডেস্ক: বিষাক্ত গ্যাস ছড়িয়ে আতঙ্ক মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায়। বুধবার সেখানে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অসুস্থ হয়ে পড়ে ৩০ জন পড়ুয়া। ভারতীয় বিদ্যামন্দির স্কুলের এই ঘটনায় আতঙ্ক ছড়াল নরসিংহপুরে।
সুত্রের খবর, স্কুলের পাশেই একটি হিমঘরে ব্যবহার করা হচ্ছিল অ্যামোনিয়া। স্কুলে সে সময় ৪০০ বেশি পড়ুয়া হাজির ছিল। গ্যাস লিক করতে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। গ্যাস লিক করেছে বোঝা যেতেই আতঙ্ক ছড়ায়। তাড়াহুড়োয় বেরোতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন। এমনকী একজন স্কুলের দোতলা থেকে ঝাঁপ দেয় বলেও জানা গিয়েছে। গুরুতর অসুস্থ ৩০ জন পড়ুয়াকে ছিন্দওয়াড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জেলাশাসক।