নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ পাচ্ছে ভারত, সমর্থন পাকিস্তান-চিন সহ ৫৫ দেশের

১০ অস্থায়ী সদস্যের মধ্যে ১ আসনের জন্য নির্বাচন হবে না। ওই আসনে থাকবে ভারত। লড়াই হবে বাকি ৯টি আসনে

Updated By: Jun 26, 2019, 08:45 PM IST
নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ পাচ্ছে ভারত, সমর্থন পাকিস্তান-চিন সহ ৫৫ দেশের

নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রসংঘে বড় জয় ভারতের।

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতকে সমর্থন করল দুনিয়ার ৫৫টি দেশ। এদের মধ্যে রয়েছে চিন ও পাকিস্তানও। এছাড়াও রয়েছে আফগানিস্থান, বাংলাদেশ, ভুটান, চিন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, কুয়েত, কজাকাস্তান, মায়য়েশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আমিরশাহি ও ভিয়েতনাম।

আরও পড়ুন-পুলিসকর্মীদের জন্য খুশির খবর, খুব তাড়াতাড়ি বাড়ছে বেতন

ভারত ওই সমর্থন পাওয়ার ফলে নিরাপত্তা পরিষদের ১০ অস্থায়ী সদস্যপদের জন্য নির্বাচনে অংশ নিতে হবে না ভারতকে। বাকী ৯ আসনের জন্য লড়াই করবে অন্যান্যরা। ভারত ২০২১ ও ২০২২ সালে সদস্য হতে পারে ভারত।

গোটা বিষয়টি বুধবার টুইট করে জানিয়েছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য সৈয়দ আকবরউদ্দিন। এদিন তিনি বলেন, এসিয়া ও প্রশান্ত মহাসাগরীর অঞ্চলের যেসব দেশ ভারতকে রাষ্ট্রসংঘে অস্থায়ী সদস্যের মর্যাদা পাওয়ার জন্য যারা ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ।

আরও পড়ুন-তৃণমূল ডুবন্ত নৌকো, পাশে দাঁড়াব এমন দিবাস্বপ্ন দেখবেন না: সুজন

উল্লেখ্য, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে মোট ১৫ জন সদস্য রয়েছেন। এদের মধ্যে ৫টি দেশ রয়েছে স্থায়ী সদস্য। এরা হল মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেন। ১০ অস্থায়ী সদস্যের মধ্যে ১ আসনের জন্য নির্বাচনে লড়াই করতে হবে না। ওই পদটিতে থাকবে ভারত। বাকি ৯টি আসনে লড়াই হবে।

.