উপনির্বাচনে রক্তাক্ত হল ভূস্বর্গ, প্রাণ গেল ৭ জনের
উপনির্বাচনে রক্তাক্ত হল ভূস্বর্গ। বিক্ষোভকারী -নিরাপত্তা বাহিনী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের। চলল গুলি। আহত অনেকে।উপনির্বাচনের দিনটাও শান্তিতে কাটল না জম্মু কাশ্মীরে। শ্রীনগর লোকসভা এবং ভূস্বর্গের ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল রবিবার। ৪০ হাজার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার খাতিরে সকাল থেকেই দোকান পাট ছিল বন্ধ। কিন্তু ভোটারদের বদলে রাজপথে দাপট ছিল বিক্ষোভকারীদের।
![উপনির্বাচনে রক্তাক্ত হল ভূস্বর্গ, প্রাণ গেল ৭ জনের উপনির্বাচনে রক্তাক্ত হল ভূস্বর্গ, প্রাণ গেল ৭ জনের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/09/82773-srinagar9-4-17.jpg)
ওয়েব ডেস্ক: উপনির্বাচনে রক্তাক্ত হল ভূস্বর্গ। বিক্ষোভকারী -নিরাপত্তা বাহিনী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের। চলল গুলি। আহত অনেকে।উপনির্বাচনের দিনটাও শান্তিতে কাটল না জম্মু কাশ্মীরে। শ্রীনগর লোকসভা এবং ভূস্বর্গের ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল রবিবার। ৪০ হাজার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার খাতিরে সকাল থেকেই দোকান পাট ছিল বন্ধ। কিন্তু ভোটারদের বদলে রাজপথে দাপট ছিল বিক্ষোভকারীদের।
আরও পড়ুন বড় মাপের দুর্নীতি ধরা পড়ল স্টেট ব্যাঙ্কের বরেইলি শাখায়
জম্মু কাশ্মীরের চেনা ছবি উপনির্বাচনের দিনেও। নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুঁড়তে থাকে উত্তেজিত জনতা। বদগামে উত্তেজিত বিক্ষোভকারীদের সামলাতে গুলি চালায় পুলিস। গুলিতে ২ জনের মৃত্যু হয়। বীরওয়ায় বিক্ষোভকারী-নিরাপত্তা বাহিনী সংঘর্ষে মৃত্যু হয় আরও ১জনের । অশান্তির কারণেই জম্মু কাশ্মীরে ভোটদানের হার ছিল অনেক কম।
আরও পড়ুন গো-রক্ষার নামে হিংসা বরদাস্ত নয়, চাই সর্বভারতীয় আইন : মোহন ভাগওয়াত