৮০০ বছর পর নালন্দা বিশ্ববিদ্যালয়ে শুরু পঠন-পাঠন
নালন্দা বিশ্ববিদ্যালয়, পঞ্চম শতকে গুপ্ত সাম্রাজ্যের আমলে প্রতিষ্ঠি এই শিক্ষা প্রতিষ্ঠানের টানে এক সময় সারা বিশ্ব থেকে ছাত্ররা ছুটে এসেছেন ভারতে। আজ সেই ইতিহাসকেই সাক্ষী রেখে দীর্ঘ ৮০০ বছর পর ফের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাসে ফের শুরু হল পঠন-পাঠন।
পাটনা: নালন্দা বিশ্ববিদ্যালয়, পঞ্চম শতকে গুপ্ত সাম্রাজ্যের আমলে প্রতিষ্ঠি এই শিক্ষা প্রতিষ্ঠানের টানে এক সময় সারা বিশ্ব থেকে ছাত্ররা ছুটে এসেছেন ভারতে। আজ সেই ইতিহাসকেই সাক্ষী রেখে দীর্ঘ ৮০০ বছর পর ফের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাসে ফের শুরু হল পঠন-পাঠন।
২০০৬ সালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয় উন্মোচনে্র প্রস্তাব রাখেন বিহারের বিধানসভার কাছে।
আজ সকালে ইকোলজি ও পরিবেশ বিদ্যা এবং ইতিহাস বিভাগের ক্লাস শুরু হয়ে গেল।
বর্তমানে নালন্দাতে ভর্তি হয়েছেন ১৫ জন ছাত্র-ছাত্রী। রয়েছেন ১১ জন শিক্ষক-শিক্ষিকা।
আগামী ১৪ সেপ্টেম্বর নালন্দা বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণে আসছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ।
নালন্দার সহ উপাচার্য্য জানিয়েছেন দেশ সহ সারা পৃথিবীর হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী এই বিশ্ববিদ্যালয়ের সাতটি পৃথক বিভাগে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। তাদের মধ্যে ১৫ জনকে বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।