UP School: সরকারি স্কুলের হস্টেল থেকে উধাও ৮৯ জন ছাত্রী! তারপর...

রাতে স্কুলে হস্টেলে  'সারপ্রাইজ ভিজিট' করতে যায় পুলিস। জেলাশাসক জানিয়েছেন,  'হস্টেলে নথিভুক্ত ছাত্রী সংখ্যা ১০০। কিন্তু পরিদর্শনের সময়ে হাজির ছিল মাত্র ১১ জন। 

Updated By: Aug 22, 2023, 10:00 PM IST
UP School: সরকারি স্কুলের হস্টেল থেকে উধাও ৮৯ জন ছাত্রী! তারপর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগাম খবর দেওয়া হয়নি। সরকারি স্কুলের হস্টেল পরিদর্শন করতে এল পুলিস। তারপর? দেখা গেল, ৮৯ জন ছাত্রী উধাও! কীভাবে? ওয়ার্ডেন-সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাস্থল, উত্তরপ্রদেশ।

আরও পড়ুন: Mumbai Woman Death: গলার দোপাট্টা জড়িয়ে গেল বাইকের পেছনের চাকায়, মুহূর্তে ঘটে গেল মার্মান্তিক ঘটনা...

ঘটনাটি ঠিক কী? সোমবার রাতে উত্তরপ্রদেশের পারসপুরে কস্তুরবা গান্ধী আবাসিক স্কুলে 'সারপ্রাইজ ভিজিট' করতে যায় পুলিস। জেলাশাসক নেহা শর্মা জানিয়েছেন, 'হস্টেলে নথিভুক্ত ছাত্রী সংখ্যা ১০০। কিন্তু পরিদর্শনের সময়ে হাজির ছিল মাত্র ১১ জন। কারণ জানতে চাইলে সন্তোষজনক জবাব দিতে পারেননি হস্টেলের ওয়ার্ডেন সরিতা সিং'। এরপর জেলাশাসকের নির্দেশেই FIR দায়ের করে পুলিস।

জেলার শিক্ষা আধিকারিক প্রেমচন্দ যাদব জানিয়েছেন, 'স্কুলের ওয়ার্ডেন, পূর্ণ সময়ের এক শিক্ষক, নিরাপত্তারক্ষী ও প্রান্তীয় রক্ষা বলের(PRD) এক জওয়ানের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিস। রাতে স্কুলের গেটে ডিউটিতে ছিলেন ওই জওয়ান'। শুধু তাই নয়, ওই স্কুলের কর্মচারী বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে শিক্ষা দফতর। চিঠি পাঠানো হয়েছে জেলা যুব উন্নয়ন আধিকারিককেও।

আরও পড়ুন: Chandrayaan-3: ৪ গ্রাম সোনায় দেড় ইঞ্চির চন্দ্রযান-৩! তাক লাগালেন শিল্পী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.