ফের রেকর্ড আক্রান্ত! গত ২৪ ঘন্টায় নোভেল হানায় ৮,৩১২, মোট মৃত ৫,৫৯৮

এবার গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্ত ৮ হাজার ৯০৯। যা এ পর্যন্ত সর্বোচ্চ।

Updated By: Jun 3, 2020, 11:19 AM IST
ফের রেকর্ড আক্রান্ত! গত ২৪ ঘন্টায় নোভেল হানায় ৮,৩১২, মোট মৃত ৫,৫৯৮

নিজস্ব প্রতিবেদন: শেষ সর্বোচ্চ একদিনে আক্রান্তর রেকর্ড ছিল ৮ হাজার ৩১২। এবার গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্ত ৮ হাজার ৯০৯। যা এ পর্যন্ত সর্বোচ্চ। দিনের পর দিন আরও মারাত্মক হয়ে ছোবল বসাচ্ছে করোনা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষর গন্ডি টপকিয়ে ২ লক্ষ ৭ হাজার ৬১৫।

সরকারি তথ্যানুসারে,করোনা এ দেশ থেকে এ পর্যন্ত প্রাণ নিয়েছে ৫ হাজার ৫৯৮ জনের। কিছু কিছু সংবাদ মাধ্যমের হিসেবে মৃত্যুর সংখ্যাটা ৫ হাজার ৮১৫। করোনার দাপটে নাজেহাল মহারাষ্ট্র। ৭০ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রয়েছেন এখানেই। ঠাকরে রাজ্যে করোনার বলি ২,৩৬২ জন। হাল ভালো নয় তামিলনাড়ুরও। সেখানে আক্রান্ত ২৩ হাজার ৪৯৫, মৃত ১৮৪ জন। এই দুই রাজ্যের পরেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী। দিল্লিতে মোট করোনা আক্রান্ত ২০ হাজার ৮৩৪। মৃত ৫২৩ জন।

আরও পড়ুন:টাকা নয়ছয় করেছেন চিদম্বরম! প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট আনল ইডি

সরকারি তথ্য অনুযায়ী ৯৫ হাজার ৫২৬ জন সুস্থ হলে সংক্রমণ রোখা যাচ্ছে কই! লকডাউনেও বন্ধ হয়নি মৃত্যুমিছিল। দেশ যখন ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার জন্য পা বাড়াচ্ছে তখনও রেকর্ড আক্রান্তর হদিশ মিলছে তাহলে সুরাহা কী? করোনা মুক্তি কবে? প্রশ্ন অনেক, উত্তর একটাই 'প্রতিষেধক।' কিন্তু কবে মিলবে, তা অজানা।

.