ভুল সোনোগ্রাফি রিপোর্টে মৃত্যু অন্তঃসত্ত্বার, অভিযুক্ত ডাক্তার
২০২১ সালের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কল্যানের একটি হাসপাতালের চিকিৎসা চলছিল ২৮ বছর বয়সী ওই মহিলার। ওই চিকিৎসা চলাকালীন তাঁকে একটি সোনোগ্রাফি কেন্দ্রে রেফার করা হয়। সেই সোনোগ্রাফি রিপর্টে ডাক্তার জানা যে ওই মহিলার শরীরে ভ্রূণের বৃদ্ধি স্বাভাবিক নয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা মহিলার। এর জেরেই শনিবার এক ডাক্তারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় এফআইআর দায়ের করেছ পুলিস। মহারাষ্ট্রের থানে জেলায় ঘটেছে এই ঘটনা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওই মহিলার ভুল সোনোগ্রাফি রিপোর্ট দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে ওই ভুল সোনোগ্রাফি রিপর্টের ফলেই মৃত্যু হয় ওই মহিলার। ওই ডাক্তারের বিরুদ্ধে ৩০৪ (এ) ধারায় অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা করা হয়েহে। এই খবর জানিয়েছেন কোনগাঁও থানার পুলিস। জানা গিয়েছে কল্যান শহরে একটি সোনোগ্রাফি কেন্দ্র চালাতেন ওই ডাক্তার।
২০২১ সালের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কল্যানের একটি হাসপাতালের চিকিৎসা চলছিল ২৮ বছর বয়সী ওই মহিলার। ওই চিকিৎসা চলাকালীন তাঁকে একটি সোনোগ্রাফি কেন্দ্রে রেফার করা হয়। সেই সোনোগ্রাফি রিপর্টে ডাক্তার জানা যে ওই মহিলার শরীরে ভ্রূণের বৃদ্ধি স্বাভাবিক নয়।
আরও পড়ুন: Mulayam Singh Yadav passes away: অখিলেশকে ফোন, 'নেতাজি'র প্রয়াণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা যোগীর
এই রিপোর্টের ভিত্তিতে ওই মহিলাকে গর্ভপাতের ওষুধ দেওয়া হয় এবং মনে করা হচ্ছে এর ফলেই তাঁর মৃত্যু হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন ওই ডাক্তারের ভুল সোনোগ্রাফি রিপোর্ট এবং অবহেলার কারণেই মৃত্যু হয়েছে ওই মহিলার। তিনি আরও জানিয়েছেন স্থানীয় পুলিস ঘটনার তদন্ত করছে এবং এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।