কিরণকে দেশের সম্মান রক্ষার পাঠ দিক আমির, কটাক্ষ বিজেপি নেতার
অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খোলায় ফের একবার টার্গেট হলেন আমির খান। এবার বিজেপি নেতা রাম মাধবের নিশানায় আমির । দিল্লির একটি কলেজের অনুষ্ঠানে রাম মাধব বলেন , অটো চালকে শুধু দেশের সম্মান রক্ষার পাঠ দিলেই হবে না, নিজের স্ত্রীকেও এই শিক্ষা দিন আমির। ইনক্রেডিবল ইন্ডিয়ার একটি বিজ্ঞাপনে অটো চালকের সঙ্গে দেখা গিয়েছিল বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে। গতকাল সেই প্রসঙ্গই টেনে আনেন রাম মাধব। নভেম্বরে দিল্লির একটি অনুষ্ঠানে আমির বলেন, দেশে যা ঘটছে তা দেখে তিনি আতঙ্কিত। তাঁর স্ত্রী কিরণ এতটাই ভীত ,যে দেশ ছেড়ে চলে যেতে হবে কি না সে প্রশ্ন করেন। আমিরের এই মন্তব্যের পরেই দেশজুড়ে শুরু হয়ে যায় বিতর্ক।
![কিরণকে দেশের সম্মান রক্ষার পাঠ দিক আমির, কটাক্ষ বিজেপি নেতার কিরণকে দেশের সম্মান রক্ষার পাঠ দিক আমির, কটাক্ষ বিজেপি নেতার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/01/15/47936-3amir.jpg)
ওয়েব ডেস্ক: অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খোলায় ফের একবার টার্গেট হলেন আমির খান। এবার বিজেপি নেতা রাম মাধবের নিশানায় আমির । দিল্লির একটি কলেজের অনুষ্ঠানে রাম মাধব বলেন , অটো চালকে শুধু দেশের সম্মান রক্ষার পাঠ দিলেই হবে না, নিজের স্ত্রীকেও এই শিক্ষা দিন আমির। ইনক্রেডিবল ইন্ডিয়ার একটি বিজ্ঞাপনে অটো চালকের সঙ্গে দেখা গিয়েছিল বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে। গতকাল সেই প্রসঙ্গই টেনে আনেন রাম মাধব। নভেম্বরে দিল্লির একটি অনুষ্ঠানে আমির বলেন, দেশে যা ঘটছে তা দেখে তিনি আতঙ্কিত। তাঁর স্ত্রী কিরণ এতটাই ভীত ,যে দেশ ছেড়ে চলে যেতে হবে কি না সে প্রশ্ন করেন। আমিরের এই মন্তব্যের পরেই দেশজুড়ে শুরু হয়ে যায় বিতর্ক।