নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আবু সালেম
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আবু সালেম। প্রদীপ জৈন হত্যা মামলায় নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে গেলেন উনিশশো তিরানব্বইয়ের মুম্বই হামলায় জড়িত গ্যাংস্টার আবু সালেম।
ব্যুরো: সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আবু সালেম। প্রদীপ জৈন হত্যা মামলায় নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে গেলেন উনিশশো তিরানব্বইয়ের মুম্বই হামলায় জড়িত গ্যাংস্টার আবু সালেম।
আইনজীবী সাবা কুরেশি জানিয়েছেন, পর্তুগালের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আবু সালেমের যাবজ্জীবন কারাদণ্ডের দিতে পারে না কোর্ট। এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়েছেন সালেম। টাডার নিয়ম অনুযায়ী, এই মামলাটি হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে চলে গিয়েছে। কুরেশি জানিয়েছেন, সালেমকে আত্মপক্ষ সমর্পণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।