রেল কমিটি নিয়ে বিস্ফোরক অধীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া রেলের কমিটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রেলপ্রতিমন্ত্রী অধীর চৌধুরি। তাঁর দাবি, পাইয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছিল কমিটি। সদস্যরা কোনও কাজ করতেন না। কত অর্থ খরচ হত রেলের? চব্বিশ ঘন্টার বিশেষ প্রতিবেদন।  

Updated By: Dec 18, 2012, 09:04 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া রেলের কমিটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রেলপ্রতিমন্ত্রী অধীর চৌধুরি। তাঁর দাবি, পাইয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছিল কমিটি। সদস্যরা কোনও কাজ করতেন না। কত অর্থ খরচ হত রেলের? চব্বিশ ঘন্টার বিশেষ প্রতিবেদন।  
দু হাজার নয় সাল। রেল মন্ত্রকের দায়িত্ব নিয়েই বেশ কয়েকটি কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারা ছিলেন কমিটিতে? শুভাপ্রসন্ন, অর্পিতা ঘোষ, শাঁওলি মিত্র, ব্রাত্য বসু,বিভাস চক্রবর্তী, সমীর আইচ সহ আরও অনেকে। এই বুদ্ধিজীবীরা তখন সকলেই গলা মিলিয়েছিলেন রাজ্যের পরিবর্তনের পক্ষে।
কমিটির সদস্য হওয়ার সুবাদে কি কি সুবিধা পেতেন তাঁরা?
ভাতা--কারুর ২৫ কারুর ৫০ হাজার।
মেডিক্যাল--নিজের এবং পশ্যদের ফ্রি
মোবাইল-- ফ্রি
যাতায়াত-- গাড়ি, তেল ফ্রি
ট্রেনে এসি- ফার্স্ট ক্লাসে সঙ্গে সহযোগি
অফিস-- চেয়ারম্যানদের নিজস্ব অফিস, কর্মচারি
একজন প্রথম শ্রেণির অফিসারের সমতুল্য সমস্ত সুযোগ-সুবিধা।
কিন্তু এই কমিটির সদস্যরা কী কাজ করতেন? কি বলছেন রেল প্রতিমন্ত্রীর অধীর চৌধুরী? রেলমন্ত্রীর দাবি কমিটির সদস্যরা কোনও কাজই করেননি। কিন্তু তাদের জন্য কত খরচ হত রেলের? রেলের তথ্য বলছে শুধু ভাতা দিতে খরচ হত বছরে  দেড় কোটি টাকা। বাকি সুযোগ-সুবিধা ধরলে ১০ থেকে ১২কোটি টাকা।
সমস্ত কমিটি ভেঙে দিয়েছেন অধীর চৌধুরি। কিন্তু তারপরও উঠছে আরও অসংখ্য প্রশ্ন। চরম অর্থিক সংকটের মধ্য দিয়ে চলছে রেল। এই অবস্থায় এত কোটি টাকা খরচ করা হতো কিছু বুদ্ধিজীবীকে খুশি করার জন্য?

.