আপের স্টিং অপরেশনে বিপাকে বিজেপি, দাগারকে শো কজ নোটিস পাঠান হল
আম আদমির স্টিং অপরেশনে বিপাকে বিজেপি। দিল্লিতে সরকার গঠনের জন্য এক আপ বিধায়ককে ঘুষ দিতে চেয়েছিলেন বিজেপির বিধায়ক শের সিং দাগার। আপ-এর পক্ষ থেকে সেই ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়েছে দিল্লি বিজেপি। কিছুটা কোনঠাসা হয়েই দাগারকে শো কজ নোটিস পাঠাল তারা।
নয়া দিল্লি: আম আদমির স্টিং অপরেশনে বিপাকে বিজেপি। দিল্লিতে সরকার গঠনের জন্য এক আপ বিধায়ককে ঘুষ দিতে চেয়েছিলেন বিজেপির বিধায়ক শের সিং দাগার। আপ-এর পক্ষ থেকে সেই ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়েছে দিল্লি বিজেপি। কিছুটা কোনঠাসা হয়েই দাগারকে শো কজ নোটিস পাঠাল তারা।
দিল্লির বিজেপি প্রধান সতীশ উপাধ্যায় জানিয়েছেন দাগারকে তাঁর কাজের জবাবদিহি করতে হবে।
.ঘুষ দিয়ে আম আদমি পার্টির বিধায়কদের কিনে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। সোমবার রীতিমত একটি ভিডিও প্রকাশ করে এমন গুরুতর অভিযোগ আনলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল নির্দিষ্টভাবে বিজেপি বিধায়ক শের সিং দাগারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তাঁর দাবি দাগার দিল্লিতে সরকার গঠনের লোভে আপ বিধায়কদের নিজেদের দিকে টানতে ঘুষ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
''বিজেপির নোংরা খেলা ফাঁস হয়ে গেছে। বিজেপির বিধায়ক শের সিং দাগার আমাদের বিধায়কদের ঘুষ দেওয়ার চেষ্টা করছেন।'' দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন আপ প্রধান। আপ-এর তরফ থেকে অভিযোগ আনা হয়েছে আপ বিধায়ক দীনেশ মোহানিয়াকে তাঁর বাড়িতেই ৪ কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিলেন দাগার।
মোহানিয়া জানিয়েছেন ''বিজেপি এই ঘোড়া কেনা বেচার রাজনীতিটা বন্ধ করুক। ওদের বোঝা উচিত সব কিছু কেনা যায় না।''