মৃত্যুদণ্ডে 'হ্যাঁ না' ও তার পরিসংখ্যান

Updated By: Jul 30, 2015, 02:14 PM IST

গত চার বছরে ভারত সন্ত্রাস দমনে দৃষ্টান্তমূলক কড়া বার্তা দিয়েছে কয়েকজন হাইপ্রোফাইল সন্ত্রাসবাদীদের ফাঁসি দিয়ে। সম্প্রতিক তিন অভিযুক্ত সন্ত্রাসবাদী আজমল কাসভ, আফজল গুরু ও ইয়াকুব মেননকে ফাঁসি দিয়ে সন্ত্রাস দমনে সরাসরি বার্তা দিতে সক্ষম হয়েছে সরকার।  ২৬/১১ হামলায় অভিযুক্ত আজমল কাসভকে ফাঁসি দেওয়া হয় ২১০২। ২০০১ ভারতীয় পার্লামেন্ট হামলায় অভিযুক্ত আফজল গুরুর ফাঁসি হয় ৯ ফেব্রুয়ারি ২০১৩।

সন্ত্রাস হোক অথবা বিরল থেকে বিরলতম অপরাধ, মৃত্যুদণ্ড পক্ষে ভারত। শুধুমাত্র ভারতবর্ষ নয়, প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশও মৃত্যুদণ্ড পক্ষে।  অন্যদিকে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে চিনে। সেখানে শাস্তি হিসবে লিথাল ইনজেকশন বা গুলি করে মারা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রেও লিথাল ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

একনজরে দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশে শাস্তির কী বিধান ও পরিসংখ্যান

 

(Map Source:amnesty.org.uk)

.