#AmitShahOnZee: দ্বিতীয় দফায় 'টু ম্যান শো', মোদীর পরে আপনি প্রধানমন্ত্রী?
জি নিউজে এক্সক্লুসিভ সাক্ষাত্কার অমিত শাহের।
![#AmitShahOnZee: দ্বিতীয় দফায় 'টু ম্যান শো', মোদীর পরে আপনি প্রধানমন্ত্রী? #AmitShahOnZee: দ্বিতীয় দফায় 'টু ম্যান শো', মোদীর পরে আপনি প্রধানমন্ত্রী?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/10/15/213556-amitzee1.jpg)
নিজস্ব প্রতিবেদন: মোদী সরকারের দ্বিতীয় দফায় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পেয়ে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ। মোদী-শাহ যুগলবন্দিতে এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে বলে মত রাজনীতির কারবারিদের। অমিত শাহের সঙ্গে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের সঙ্গে তাঁর তুলনাও শুরু হয়ে গিয়েছে। জি নিউজের সম্পাদক সুধীর চৌধুরীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে অমিত শাহ জানালেন, ওনার সঙ্গে তাঁর কোনও তুলনাই হয় না।
অমিত শাহ বলেন,''সর্দার পটেল শুধু আমাকে নয়, খোদ প্রধানমন্ত্রী ও ভারতবাসীকে অনুপ্রাণিত করেছেন। দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার পটেল। ওই পদে আমিও রয়েছি। সে কারণে লোকেরা তুলনা করছেন। কিন্তু একটা কথা স্পষ্ট করে দিই, ওনার সঙ্গে আমার কোনও তুলনাই হয় না। দেশের জন্য অনেক বড় বড় কাজ করেছেন সর্দার পটেল।''
২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত গোটা দেশ দেখেছে মোদীর 'ওয়ান ম্যান শো'। দ্বিতীয় দফায় মোদীর সঙ্গে প্রবলভাবে উঠে এসেছেন অমিত শাহ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীই সরকার চালাচ্ছেন বলে দিল্লির রাজনীতির খবর। 'টু ম্যান শো' কি সত্যি? অমিত শাহ বলেন, ''এসব মিডিয়ার প্রোপাগান্ডা। সরকার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভায় চালায়। সংগঠনে থাকলে টু ম্যান শোয়ের কথা উঠত। দলের সভাপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সংগঠন চালাবেন। প্রধানমন্ত্রী সংগঠনকে সঙ্গে নিয়ে সরকার চালাচ্ছেন।'' অমিত শাহ আরও বলেন, ''এক দেশ দো বিধান, জাঁহা হুয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর হামারা হ্যায়, এসব স্লোগান শুনে আমরা বড় হয়েছি। ৩৭০ অনুচ্ছেদ রদের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।''
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসূরী কি তিনি? অমিত শাহের জবাব, এগুলো সব মন গড়া কথা। আমি কোনও পদের দৌড়ে নেই। দলের অনেকেই আমার চেয়ে যোগ্য ও অভিজ্ঞ। আরও কয়েক বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব নরেন্দ্র মোদী পালন করবেন বলেও স্পষ্ট করেছেন অমিত শাহ।
আরও পড়ুন- দিনের বেলায় ৫ মিনিটে তিনটে খুন! জিয়াগঞ্জে পুলিসের তদন্ত ঘিরে উঠছে প্রশ্ন