চলন্ত ট্রেনে আগুন! প্রাণে বাঁচলেন কয়েকশো যাত্রী

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ট্রেনটির ওপর একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণেই আগুন ধরে যায়।

Updated By: May 21, 2018, 01:26 PM IST
চলন্ত ট্রেনে আগুন! প্রাণে বাঁচলেন কয়েকশো যাত্রী

নিজস্ব প্রতিবেদন : চলন্ত ট্রেনে আগুন। অল্পের জন্য প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী। সোমবার সকালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের কাছে বিড়লানগর স্টেশেন হঠাত্ আগুন লেগে যায় অন্ধ্রপ্রদেশ এসি এক্সপ্রেসে। রীতিমতো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়। এর অল্প সময়ের মধ্যেই যাত্রীদের ট্রেনের কামরা থেকে বের করে আনা হয়। এখনও চলছে আগুন নেভানোর কাজ।

আরও পড়ুন- রাজকোটে কারখানার মধ্যেই পিটিয়ে হত্যা দলিত ‌যুবককে, ভাইরাল হল ভিডিও

রেল সূত্রে খবর, ট্রেনটি দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে বিশাখাপত্তনম যাচ্ছিল। গোয়ালিয়র থেকে বিড়লানগর স্টেশনের কাছে পৌঁছতেই হঠাত্ বি-৭ কামরায় প্রথম আগুন দেখতে পান যাত্রীরা। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পরের তিনটি কামরায়। গলগল করে বেরতে থাকে কালো ধোঁয়া। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে দ্রুত যাত্রীদের সেখান থেকে বের করে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও উদ্ধারকারী দল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ট্রেনটির ওপর একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণেই আগুন ধরে যায়।

.