প্রতিবাদ করলেই আপনি দেশদ্রোহী, পাকিস্তানপন্থী, খলিস্তানি নয়তো জঙ্গি: অপর্ণা
দিল্লির সন্নিকটে আন্দোলন করছেন কৃষক। ওই আন্দোলনের প্রসঙ্গে নাম না করে কেন্দ্রের শাসক দলকে বিঁধলেন পরিচালক।
নিজস্ব প্রতিবেদন: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলনে নকশাল ও খলিস্তানিরা ঢুকে পড়েছে বলে প্রচার চালাচ্ছে গেরুয়া শিবিরের একাংশ। শুক্রবার কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর অভিযোগ করেছিলেন,'কৃষকদের ঢাল করে হিংসা ছড়াতে পারে নকশালরা।'এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন পরিচালক অপর্ণা সেন। টুইটারে লিখলেন,'এদেশে প্রতিবাদ করলেই আপনি দেশদ্রোহী, আরবান নকশাল বা পাকিস্তানপন্থী। সাবধান!'
এ দিন অপর্ণা সেন টুইট করেছেন,'এখানে কোনওকিছু নিয়ে দয়া করে প্রতিবাদ করবেন না! আপনি করলেই দেশদ্রোহী, আরবান নকশাল, পাকিস্তানপন্ছী অথবা টুকরে টুকরে গ্যাং, সন্ত্রাসবাদী বা খলিস্তানি দাগিয়ে দেওয়া হবে। জেলেও পোরা হতে পারে। সাবধান!'
Please don't protest against anything in this country! If you do, you're either 'anti-national' or 'urban naxal' or 'pro Pakistan' or part of the 'tukde tukde gang' or 'a terrorist' or 'Khalistani!' You could land up in jail sans spectacles, sans sipper! Beware!
— Aparna Sen (@senaparna) December 11, 2020
সরকারি সূত্রে খবর, কৃষক আন্দোলনে ইতিমধ্যেই দেখা গিয়েছে নকশালদের। দিল্লি-জয়পুর হাইওয়ে দখল করতে কৃষকদের উস্কানি দিচ্ছে তারা। আগামী দিনে সরকারি সম্পত্তি ভাঙচুর, হিংসা ছড়াতে পরে বলে আশঙ্কা গোয়েন্দাদের। শুক্রবার Zee মিডিয়াকে কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন,'কৃষকদের ঢাল করে হিংসা ছড়াতে পারে নকশালরা। সরকারি সম্পত্তি ধ্বংসেরও ষড়যন্ত্র করেছে তারা।' কৃষক আন্দোলনে খলিস্তানিরাও রুটি সেঁকছে বলে অভিযোগ। কৃষক আন্দোলনের টাকা কোথা থেকে আসছে, সেনিয়েও প্রশ্ন তুলেছেন গেরুয়াপন্থী নেটিজেনরা।
Free pizzas for protesting ‘farmers’, massage chairs, is this a protest or a five-star spa? And who is paying for all this? #FarmersProtestHijacked pic.twitter.com/6SnHi6OneG
— Shefali Vaidya. (@ShefVaidya) December 12, 2020
বৃহস্পতিবার দিল্লির সীমানা সংলগ্ন এলাকায় কৃষকদের সভায় দেখা গিয়েছে বিতর্কিত ব্যানার। ওই ব্যানারে দেশদ্রোহে অভিযুক্তদের মুক্তি দেওয়ার দাবি করা হয়েছে। উস্কানি দেওয়ার দাবি খারিজ করেছেন কীর্তি কিষান সংগঠনের সভাপতি রাম সিং পাটিয়াল। তাঁর কথায়, ,'সরকারের দাবি ভিত্তিহীন। কেউ আমাদের উস্কানি দিচ্ছে না। মিথ্যা প্রচার করে বদনাম করার ধান্ধা সরকারের। সংযুক্ত কিসান ইউনিয়ন সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে।'
আরও পড়ুন- কোনও মূহুর্তেই বিকল হতে পারে লালুর ২ কিডনি, RIMS কর্তৃপক্ষকে জানালেন চিকিত্সক