বাধ্য করলে ‘অন্য ব্যবস্থা’ নেব, পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের
সেনা দিবসে পাকিস্তানকে সাফ হুঁশিয়ারি দিয়ে রাখলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত
নিজস্ব প্রতিবেদন: বাধ্য করলে আমরা ‘অন্য ব্যবস্থা’ নেব। সেনা দিবসে পাকিস্তানকে সাফ হুঁশিয়ারি দিয়ে রাখলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।
সোমবার বড়সড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। এদিন কোটলি সেক্টরে পাক সেনার গুলির জোরাল জবাব দেয় সেনা। তাতেই খতম ৭ পাক রেঞ্জার্স। যদিও পাক সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে মৃতের সংখ্যা ৪।
অন্যদিকে, উরি সেক্টরে একটি বড়সড় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে সেনা। সেনা জওয়ানদের গুলিতে নিহত হয়েছে ৬ জইশ জঙ্গি। এরকম এক পরিস্থিতিতে ফের পাকিস্তানকে সতর্ক করলেন রাওয়াত।
আরও পড়ুন-দিলীপ ঘোষের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ দায়ের
সোমবার নয়াদিল্লিতে সেনা দিবসের অনুষ্ঠানে জেনারেল রাওয়াত বলেন, জঙ্গিদের নিয়ন্ত্রণরেখা পার করে ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছে পাক সেনা। আমরা ওদের উচত শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। এভাবে দিনের পর দিন যদি আমাদের উপরে চাপ সৃষ্টি করা হয় তাহলে আমরা সেনা অভিযানের মতো ‘বিকল্প ব্যবস্থা’ নিতেও পিছপা হব না। যে কোনও মূল্যেই এদেশের মাটিতে আমারা ভারতবিরোধী কার্যকলাপ রুখব।