কাশ্মীরে পাক আক্রমণ রুখতে সেনা কর্তারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন : জেটলি

কাশ্মীর পরিস্থিতি সমাধানে এবার সেনাকে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিলেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর সীমান্তে পাক প্ররচনার জবাব কীভাবে দেওয়া হয় তা সেনা আধিকারিকরাই ভালো বলতে পারবেন। তাই সেই সিদ্ধান্ত তাঁরাই নিক।

Updated By: May 25, 2017, 02:31 PM IST
কাশ্মীরে পাক আক্রমণ রুখতে সেনা কর্তারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন : জেটলি

ওয়েব ডেস্ক : কাশ্মীর পরিস্থিতি সমাধানে এবার সেনাকে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিলেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর সীমান্তে পাক প্ররচনার জবাব কীভাবে দেওয়া হয় তা সেনা আধিকারিকরাই ভালো বলতে পারবেন। তাই সেই সিদ্ধান্ত তাঁরাই নিক।

আরও পড়ুন- জবাব দিল ভারত, নওসেরায় ধ্বংস পাক পোস্ট

সম্প্রতি, জম্মু ও কাশ্মীরের নওসেরাতে সেক্টরে পাক পোস্ট ধ্বংস করে দেয় ভারতীয় সেনা বাহিনী। সেই সঙ্গে আক্রমণের সুস্পষ্ট ভিডিও প্রকাশ করে ভারতীয় সেনা।

তারপরই এই অভিযান নিয়ে বক্তব্য রাখেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, কাশ্মীরে পাক সেনা বা জঙ্গিদের আক্রমণকে প্রতিহত করার জন্য কারও নির্দেশ মানতে হাবে না। সরাসরি তারা নিজেদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে পারবে।

.