ফেসবুকে হুদহুদকে প্রেম নিবেদন করায় অন্ধ্রে গ্রেফতার ব্যক্তি

ফেসবুক লিখেছিলেন  'আই লাভ ইউ হুদহুদ'। ব্যস এতেই একেবারে জেলের ঠিকানা লিখে ফেললেন অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি। ফেসবুকে হুদহুদ ঝড়কে ভালবাসি বলে পোস্ট করায় গ্রফেতার করা হল রাহুল রেড্ডি নামের এক ব্যক্তিকে। ধৃত রাহুল রেড্ডি ওয়াইএসআর কংগ্রেসের সদস্য। অন্ধ্রের সিআইডি গ্রেফতার করেছে তাকে।

Updated By: Oct 29, 2014, 07:43 PM IST
ফেসবুকে হুদহুদকে প্রেম নিবেদন করায় অন্ধ্রে গ্রেফতার ব্যক্তি

ওয়েব ডেস্ক: ফেসবুক লিখেছিলেন  'আই লাভ ইউ হুদহুদ'। ব্যস এতেই একেবারে জেলের ঠিকানা লিখে ফেললেন অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি। ফেসবুকে হুদহুদ ঝড়কে ভালবাসি বলে পোস্ট করায় গ্রফেতার করা হল রাহুল রেড্ডি নামের এক ব্যক্তিকে। ধৃত রাহুল রেড্ডি ওয়াইএসআর কংগ্রেসের সদস্য। অন্ধ্রের সিআইডি গ্রেফতার করেছে তাকে।

ফেসবুকে ধৃত রাহুল লেখেন, আই লাভ ইউ হুদহুদ। যারা অন্যের ক্ষতি করেছে, প্রকৃতি তাদের শাস্তি দিয়েছে। ঈশ্বর রয়েছেন।

রাহুলকে গ্রেফতারের কারণ হিসাবে বলা হয়েছে, যে ঝড় মানুষের এত ক্ষতি করে গেল, তাকে ভালবাসা বলাটা অন্যায়।

হুদহুদের জেরে অন্তত ৪৬ জন মারা গিয়েছেন অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায়। ২০ লক্ষের বেশি পরিবার গৃহহীন হয়ে পড়ে এই হুদহুদের জেরে।

.