নিরাপত্তার ঘেরাটোপেও কাশ্মীরে বিদেশিদের থেকে বেশি সক্রিয় এলাকার জঙ্গিরাই

জানা গিয়েছে জঙ্গিদের অধিকাংশই সক্রিয় দক্ষিণ কাশ্মীরে। সেখানে এদের সংখ্যা ১৫৮

Updated By: Sep 20, 2019, 05:18 PM IST
নিরাপত্তার ঘেরাটোপেও কাশ্মীরে বিদেশিদের থেকে বেশি সক্রিয় এলাকার জঙ্গিরাই

নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরে বিপুল সংখ্যক আধাসেনা থাকা সত্ত্বেও কাশ্মীরে সক্রিয় অন্তত ৪টি জঙ্গি সংগঠন। ওইসব সংগঠনের কমপক্ষে ২৭৩ জন জঙ্গি এখন সেখানে সক্রিয়। এদের মধ্যে রয়েছে লস্কর, হিজবুল, জইশ ও আল বদরের জঙ্গি।

আরও পড়ুন-এক ঘণ্টায় ৫ লক্ষ কোটি বিনিয়োগ শেয়ার বাজারে, নির্মলার ঘোষণায় খুশির মেজাজ দালাল স্ট্রিটে

সংবাদসংস্থার খবর অনুযায়ী কাশ্মীরে বর্তমানে যতজন জঙ্গি রয়েছে তাদের মধ্যে সবচেয় বেশি জঙ্গি লস্কর-ই-তৈবার(১১২ জন)। এর পরেই রয়েছে হিজবুল। তাদের সদস্যের সংখ্যা ১০০ জন। পাশাপাশি জইশের জঙ্গি রয়েছে ৫৮ জন ও আল বদরের ৩ জন।

জানা গিয়েছে জঙ্গিদের অধিকাংশই সক্রিয় দক্ষিণ কাশ্মীরে। সেখানে এদের সংখ্যা ১৫৮। উত্তর কাশ্মীরে জঙ্গিদের সংখ্যা ৯৬ জন এবং মধ্য কাশ্মীরের রয়েছে ১৯ জন। ওই ২৭৩ জন জঙ্গির মধ্যে বেশিরভাগই কাশ্মীরের জঙ্গি। বিদেশি রয়েছে ১০৭ জন।

আরও পড়ুন-যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির তাণ্ডবের প্রতিবাদ মিছিলে SFI, দেখুন ছবি

গোয়েন্দাসূত্রে খবর, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর জঙ্গিদের সঙ্গে তাদের পাকিস্তানি হ্যান্ডেলারদের যোগাযোগ অনেকটাই ধাক্কা খেয়েছে। বর্তমানে জঙ্গিরা কিছুটা চুপচাপ থাকলেও যে কোনও মুহূর্তে তারা সক্রিয় হয়ে হয়ে উঠতে পারে।

.