দেশজুড়ে আজ থেকে ২ দিন ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমও

দেশের ৯টি ব্যাঙ্ক ইউনিয়নের ‌যৌথ সংগঠন ইউএফবিইউয়ের ডাকে এই ধর্মঘট হচ্ছে। তাদের দাবি, বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে হবে

Updated By: May 30, 2018, 08:56 AM IST
দেশজুড়ে আজ থেকে ২ দিন ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমও

নিজস্ব প্রতিবেদন: দুই শতাংশ বেতন বৃদ্ধি পছন্দ হয়নি ব্যাঙ্ক কর্মচারীদের। ফলে গত মাসের ঘোষণা মতো আজ বুধবার থেকে টানা ২ দিন দেশজুড়ে ধর্মঘটে ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মী।

আরও পড়ুন-অর্থ নিয়ে কাড়াকাড়ি, চিড় 'ধরছে' জোটে

মাসের শেষে ধর্মঘটের ফলে স্বাভাবিকভাবেই প্রবল বিপাকে পড়েছেন বেতনভোগীরা। স্বাভাবিকভাবে ধর্মঘটের প্রভাব পড়বে এটিএমও। ‌যদিও ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ধর্মঘটের আগেই এটিএমগুলিটে টাকা ভেরে দেওয়া হবে। অনলাইন ব্যাঙ্কিংয়েও কোনও প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। কিন্তু তাতেও সাধারণ মানুষ নিশ্চিন্ত হতে পারছেন না। কারণ মাসের শেষে মানুষজন অনেক বেশি টাকা তুলবেন। ফলে দ্রুত টাকা শেষ হয়ে ‌যাওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন-মমতাই পারেন সমাধান করতে, তিস্তা নিয়ে সরব সুষমা

দেশের ৯টি ব্যাঙ্ক ইউনিয়নের ‌যৌথ সংগঠন ইউএফবিইউয়ের ডাকে এই ধর্মঘট হচ্ছে। তাদের দাবি, বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে হবে। দাবি ছিলে বেতন বাড়াতে হবে ১৪-১৫ শতাংশ। গত মাসে বেতন কাঠামো স্থির করা নিয়ে একটি বৈঠক বসে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন। ওই বৈঠকে বেতন বাড়ানোর ব্যাপারে তীব্র আপত্তি করে আইবিএ। শেষপ‌র্যন্ত স্থির হয় বেতন বাড়ানো হবে ২ শতাংশ। তাতেই তীব্র ক্ষোভ ব্যাঙ্ক কর্মীদের মধ্যে।

.