অযোধ্যা থেকেই শুরু হয় ভারত-কোরিয়া সম্পর্কের সূচনা: যোগী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তরপ্রদেশের আবেগের সম্পর্ক রয়েছে

Updated By: Jul 11, 2018, 04:33 PM IST
অযোধ্যা থেকেই শুরু হয় ভারত-কোরিয়া সম্পর্কের সূচনা: যোগী

নিজস্ব প্রতিবেদন: অতিথি স্থানে বসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পাশে বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের রাজ্যে সবচেয়ে বড় মোবাইল কারখানার উদ্বোধনের দিনে অতিথিকে খুশি করতে ইতিহাসের শরণাপন্ন হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতের সঙ্গে কোরিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। আর এর যোগসূত্র অযোধ্যা থেকেই শুরু হয় বলে দাবি করেন আদিত্যনাথ।

আরও পড়ুন-সমকামিতা ইস্যুতে আদালতের 'বিবেচনা বোধে'ই ভরসা কেন্দ্রের

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন-এর সামনে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তরপ্রদেশের আবেগের সম্পর্ক রয়েছে। আজ থেকে প্রায় ২ হাজার বছর আগে অযোধ্যার রাজকুমারী কুইন হো দক্ষিণ কোরিয়ার রাজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই সম্পর্ককে আরও দৃঢ় করার ‌যে শুভারম্ভ হল তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।’

আরও পড়ুন-লাল-হলুদে যোগ দিলেন রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্তারিকান ডিফেন্ডার

উল্লেখ্য, সোমবার নয়ডায় তাদের সবচেয়ে বড় মোবাইল তৈরির কারখানার উদ্বোধন করল স্যামসাং। নয়ডার ওই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন প্রধানমন্ত্রী মোদী ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সহ স্যামসাংয়ের উচ্চপদস্থ কর্তারা। আদিত্যনাথ ওই অনুষ্ঠানে বলেন, ‘এই কারখানা তৈরির ফলে দেশের ‌যুবকদের সামনে চাকরির বাজার খুলে গেল। কারখানায় ৩৫ হাজার লোকের চাকরি হওয়ার সম্ভাবনা তৈরি হল।’

.