বিশ্বাসের ভিত্তিতে অযোধ্য মামলার রায় হতে পারে না, মন্তব্য মুসলিম পার্সোন্যাল ‘ল বোর্ডের
বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। তবে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সুর চড়ছে নেতাদের।
![বিশ্বাসের ভিত্তিতে অযোধ্য মামলার রায় হতে পারে না, মন্তব্য মুসলিম পার্সোন্যাল ‘ল বোর্ডের বিশ্বাসের ভিত্তিতে অযোধ্য মামলার রায় হতে পারে না, মন্তব্য মুসলিম পার্সোন্যাল ‘ল বোর্ডের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/15/128305-5.jpg)
নিজস্ব প্রতিবেদন: বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। তবে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সুর চড়ছে নেতাদের।
আরও পড়ুন-জনসমক্ষে কেঁদে ফেললেন কুমারস্বামী, কর্ণাটকে গেরুয়া সরকারের ইঙ্গিত?
বাবরি মামলা, শরিয়তি আদালত সহ একগুচ্ছ বিষয় নিয়ে রবিবার একটি বৈঠক ডেকেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোন্যাল ‘ল বোর্ড। ওই বৈঠক শেষে ‘ল বোর্ড সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে, বাবরি মামলার রায় দেওয়া হোক জমির মালিকানার ভিত্তিতে। বিশ্বাসের ওপর ভিত্তি করে করে কোনও রায় হতে পারে না।
আরও পড়ুন-পরিবর্তন দেখতে অমর্ত্যকে দেশে সময় কাটানোর পরামর্শ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের
সংস্থার পক্ষ থেকে বলা হয়, বাবরি মসজিদ মুসলিমদের কাছে মসজিদই থাকবে। এনিয়ে আইনি লড়াই শেষ পর্যন্ত করবে ‘ল বোর্ড। আদালত যে রায়ই দিক সবপক্ষের তা মেনে নেওয়া উচিত।