বদ্রীনাথে বিপদ সংকেত
উত্তরাখণ্ডে হড়কাবানের এক মাস কাটতে। ধীরে বিপর্যয়ের স্মৃতি কাটিয়ে উঠছে বদ্রীনাথ। এরইমধ্যে অশনীসংকেত বদ্রীর মন্দিরে। যেকোনও দিন হ্রদ ফেটে কেদারনাথের মতই বিপর্যয় নেমে আসতে পারে বদ্রীনাথেও।
উত্তরাখণ্ডে হড়কাবানের এক মাস কাটতে। ধীরে বিপর্যয়ের স্মৃতি কাটিয়ে উঠছে বদ্রীনাথ। এরইমধ্যে অশনীসংকেত বদ্রীর মন্দিরে। যেকোনও দিন হ্রদ ফেটে কেদারনাথের মতই বিপর্যয় নেমে আসতে পারে বদ্রীনাথেও।
বন্দ্রীনাথ মন্দিরের ঠিক মাথার ওপরেই রয়েছে ৪৫০ মিটার লম্বা হ্রদ। সেখান থেকে নেমে আসা জল মিশছে অলকনন্দা নদীর সঙ্গে। যেকোনও দিন হ্রদ ফেটে ভেসে যেতে পারে মন্দির। প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে।
ধস নামায় পাহাড়ের জায়গায় জায়গায় স্তুপের আকারে জমাত বেঁধেছে আবর্জনা। ফলে বাড়ছে বিপদ। তবে বিশেষজ্ঞদের মত, যতদিন হ্রদের জল বাধার মধে দিয়েই পথ খুঁজে নিচ্ছে, ততক্ষণ কোনও সমস্যা হওয়ার কথা নয়।
এক প্রশাসনিক আধিকারিকের কথায়, "রাজ্যের বিপর্যয় মোকাবিলে বাহিনী আমাদের জানানোর পর সতর্কতা জারি করা হয়েছে।"