বেঙ্গালুরুর যুবকের দাবি তিনি IS-এর টুইটার চালক নন

বেঙ্গালুরুর মেহদি মাসরুর বিশ্বাস এখন বলছেন ইসলামিক স্টেটের (IS) টুইটার হ্যান্ডেলে তাঁর কনোও হাত নেই। একটি সর্বভারতীয় ইংরাজি দৈনিককে অভিযুক্ত যুবক জানিয়েছেন, তিনি ঘটনার সঙ্গে যুক্ত নন।

Updated By: Dec 13, 2014, 10:27 AM IST
বেঙ্গালুরুর যুবকের দাবি তিনি IS-এর টুইটার চালক নন

বেঙ্গালুরু: বেঙ্গালুরুর মেহদি মাসরুর বিশ্বাস এখন বলছেন ইসলামিক স্টেটের (IS) টুইটার হ্যান্ডেলে তাঁর কনোও হাত নেই। একটি সর্বভারতীয় ইংরাজি দৈনিককে অভিযুক্ত যুবক জানিয়েছেন, তিনি ঘটনার সঙ্গে যুক্ত নন।

ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইসিস-এর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি সামলাতেন এক ভারতীয়! শুক্রবার চাঞ্চল্যকর এই তথ্য সামনে এনেছে ব্রিটিশ চ্যানেল ফোর নিউজ। তাদের রিপোর্ট অনুযায়ী মেহদি নামের বেঙ্গালুরু নিবাসী এক ব্যক্তি আইসিস-এর টুইটার অ্যাকাউন্ট চালনা করেন। একটি ভারতীয় বহুজানিক সংস্থার কর্মচারী তিনি।  

তবে, চ্যানেল ফোর নিউজ ওই ব্যক্তির আসল নাম প্রকাশ করেনি। চ্যানেলটির দাবি ওই ব্যক্তি তাদের কাছে আশঙ্কা প্রকাশ করেছে আসল নাম সামনে এলে তার প্রাণ সংশয় হতে পারে।   

চ্যানেলটির জানিয়েছে, ''শ্যামি উইটনেস নাম নিয়ে ওই ব্যক্তির টুইট মাসে অন্তত ২০ লক্ষ জন ফলো করে। সম্ভবত আইসিস-এর সবথেকে প্রভাবশালী টুইটার অ্যাকাউন্ট চালায় এই ব্যক্তি। ফলোয়ারের সংখ্যা ১৭,৭০০।''

 

.