পাচার হওয়া রুখে ১৯০টি শিশুকে উদ্ধার করল বেঙ্গালুরু পুলিস

৩০টি সদ্যজাত সহ ১৯০জন শিশুকে পাচার হওয়া থেকে উদ্ধার করল বেঙ্গালুরু পুলিস। শহরের ভিখারিদের মধ্যে থেকে এই শিশুদের উদ্ধার করা হয়েছে।

Updated By: Aug 7, 2015, 01:50 PM IST
পাচার হওয়া রুখে ১৯০টি শিশুকে উদ্ধার করল বেঙ্গালুরু পুলিস

ওয়েব ডেস্ক: ৩০টি সদ্যজাত সহ ১৯০জন শিশুকে পাচার হওয়া থেকে উদ্ধার করল বেঙ্গালুরু পুলিস। শহরের ভিখারিদের মধ্যে থেকে এই শিশুদের উদ্ধার করা হয়েছে।

সকাল সাতটা নাগাদ শহরের সাতটি ডিভিশনের পুলিস ও শিশু ও মহিলা কল্যাণ মন্ত্রকের সদস্য ও ১০টি এনজিও মিলিতভাবে অপরেশন স্মাইল নামের এই অভিযান শুরু করে।

উদ্ধার হওয়া শিশুদের রাজ্য সরকারের বাম মন্দিরে আপাতত পুনর্বাসনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্থান অকুলান হওয়ায় কিছু শিশুদের স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হয়েছে।

''শপিং মল, রেলওয়ে স্টেশন, বাসস্টপ, থিয়েটারে ও শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলিতে শিশুদের ভিখারি হিসেবে কাজে লাগানো হয়। সেখান থেকেই এই শিশুদের উদ্ধার করা হয়েছে।'' জানিয়েছেন বেঙ্গালুরুর অ্যাডিশনাল পুলিস কমিশনার (ইস্ট) পি হরিশেখরন।

 

 

.