করোনা আক্রান্ত বিহার ভোটে বিজেপির প্রচারের দায়িত্বে থাকা দেবেন্দ্র ফডণবীস
গত সপ্তাহে কোভিড আক্রান্ত হয়েছেন উপ মুখ্যমন্ত্রীও
নিজস্ব প্রতিবেদন: আগামী ২৮ অক্টোবর বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। তার আগেই বিজেপি শিবিরে জোর ধাক্কা। করোনা আক্রান্ত হয়ে পড়লেন বিহার বিধানসভা নির্বাচনের বিজেপির প্রচারের দায়িত্ব থাকা দেবেন্দ্র ফডণবীস।
আরও পড়ুন-২১-এ ভ্যাকসিন, তবু ৬১ শতাংশ ভারতীয় টীকা নেবে না, বলছে সমীক্ষার এই গুরুত্বপূর্ণ রিপোর্ট
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ টুইট করে জানিয়েছেন, 'লকডাউন শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই কাজ করেছি। একদিনও থামিনি। কিন্তু মনে হয় ঈশ্বর চাইছেন কিছু দিনের জন্য এবার থামি। আমার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ওষুধপত্র খাচ্ছি। চিকিত্সকদের পরামর্শ মতো চলছি। সম্প্রতি আমার কাছাকাছি যারা এসেছিলেন তারা কোভিড টেস্ট করিয়ে নিন।'
আরও পড়ুন-অষ্টমীর সকালে এল খবর, ভাল আছেন কপিল দেব
এসপ্তাহের শুরুতেই বিহারের তাদের নির্বাচনী সংকল্পপত্র প্রকাশ করেছে বিজেপি। সেখানে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এনিয়ে তোলপাড় গোটা দেশ। এভাবেও ভোট চাওয়া যায়! অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অবশ্য বলেছেন, দল ক্ষমতায় এলে যা করতে পারবে সেটাই বলেছে। এদিকে, বিহার নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রীকেও নামিয়ে দিয়েছে বিজেপি। তার মধ্যে রাজ্যের গত সপ্তাহে কোভিড আক্রান্ত হয়েছেন উপ মুখ্যমন্ত্রীও।