১২ অক্টোবর থেকে বিহারে পাঁচ দফার ভোট যজ্ঞ শুরু, গণনা ৮ নভেম্বর

বিহার বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। বিহারে পাঁচ দফায় ভোট হবে বলে জানানো হল। ২৪৩টি আসনের বিহারের বিধানসভায় প্রথম দফায় ভোটগ্রহণ ১২ অক্টোবর। শেষ দফায় ভোট গ্রহণ ৫ নভেম্বর। বিহারের রায় বের হবে ৮ নভেম্বর।

Updated By: Sep 9, 2015, 07:30 PM IST
১২ অক্টোবর থেকে বিহারে পাঁচ দফার ভোট যজ্ঞ শুরু, গণনা ৮ নভেম্বর

ওয়েব ডেস্ক: বিহার বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। বিহারে পাঁচ দফায় ভোট হবে বলে জানানো হল। ২৪৩টি আসনের বিহারের বিধানসভায় প্রথম দফায় ভোটগ্রহণ ১২ অক্টোবর। শেষ দফায় ভোট গ্রহণ ৫ নভেম্বর। বিহারের রায় বের হবে ৮ নভেম্বর।

প্রথম দফায় ১২ অক্টোবর ভোটগ্রহণ হবে ৪৯টি আসনে। ৩২টি আসনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৬ অক্টোবর। তৃতীয় দফায় ভোট নেওয়া হবে ৫০টি আসনে, ২৮ অক্টোবর। চতুর্থ দফায় ভোটগ্রহণ ৫৫টি আসনে। পঞ্চম তথা শেষ দফায় ভোট ৫৭টি আসনে, ৫ নভেম্বর।

লোকসভা ভোটের পর বিহারের রায় নরেন্দ্র মোদীর কাছে বড় পরীক্ষা হতে চলেছে। মোদীকে রুখতে হাতে হাত মিলিয়ে লড়ছে যুযুধান দু পক্ষ লালুপ্রসাদ যাদব ও নীতীশ কুমার। লালু-নীতীশের সঙ্গে জোটে আছে কংগ্রেসও।

অন্যদিকে, দিল্লিতে বড় হারের পর বিহার দখল করতে না পারলে মোদী সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্নচিহ্ণ উঠবে। বিহারে সরকার গড়তে না পারলে বিজেপি বড় ধাক্কা খাবে। এমনিতে লোকসভা ভোটের ফলাফলের ভিত্তিতে এগিয়ে বিজেপিই। কিন্তু বিধানসভার উপনির্বাচন, আর লালু-নীতীশের জোট অস্বস্তি রেখেছে মোদীর দলকে। আবার বিহারকে বড় আর্থিক প্যাকেজ দিয়ে মন জয়ের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। ওপিনিয়ন পোল বলছে, সামানা্য এগিয়ে রয়েছে লালু-নীতীশের জোট। এখন দেখার শেষ মূহূর্তের প্রচারে কে এগিয়ে থাকে।

প্রথম দফা- ১২ অক্টোবর, দ্বিতীয় দফা-১৬ অক্টোবর, তৃতীয় দফা-২৮ অক্টোবর, চতুর্থ দফা- ১ নভেম্বর, পঞ্চম দফা-৫ নভেম্বর। ফল ঘোষণা ৮ নভেম্বর।

.