ঔরঙ্গাবাদে রেললাইনে বিস্ফোরণ, বেলাইন রাজধানীর পাইলট ইঞ্জিন

অল্পের জন্য রক্ষা পেল দিল্লি থেকে কলকাতামুখী রাজধানী এক্সপ্রেস। বিহারের ঔরঙ্গাবাদে রফিগঞ্জ স্টেশনের  কাছে বেলাইন পাইলট ইঞ্জিন। ঘটনায় কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে লাইনে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। বিস্ফোণে মাওবাদী যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Updated By: Jul 23, 2014, 09:07 AM IST
ঔরঙ্গাবাদে রেললাইনে বিস্ফোরণ, বেলাইন রাজধানীর পাইলট ইঞ্জিন

ঔরঙ্গাবাদ: অল্পের জন্য রক্ষা পেল দিল্লি থেকে কলকাতামুখী রাজধানী এক্সপ্রেস। বিহারের ঔরঙ্গাবাদে রফিগঞ্জ স্টেশনের  কাছে বেলাইন পাইলট ইঞ্জিন। ঘটনায় কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে লাইনে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। বিস্ফোণে মাওবাদী যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সদানন্দ গৌড়া।  বিস্ফোরণে রেল লাইন উড়ে যাওয়ায় নিউ দিল্লি কলকাতা লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।  আটকে রয়েছে হাওড়া এবং শিয়ালদহমুখী রাজধানী এক্সপ্রেসও।

(এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী)

 

.