গেরুয়া ঝড়ে মুখ থুবড়ে পড়ল সাইকেল, উত্তরপ্রদেশে দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতার পথে বিজেপি

গেরুয়ার বন্যায় ভাসল উত্তর প্রদেশ। গণনা শুরুর দেড় ঘণ্টার মধ্যে ম্যাজিক ফিগার, ২০২-এ পৌঁছে যায় বিজেপি। অখিলেশ ও রাহুল গান্ধীর সব হিসেব এলোমেলো। দাগ কাটতে পারলেন না মায়াবতীও।

Updated By: Mar 12, 2017, 09:41 AM IST
গেরুয়া ঝড়ে মুখ থুবড়ে পড়ল সাইকেল, উত্তরপ্রদেশে দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতার পথে বিজেপি

ওয়েব ডেস্ক : গেরুয়ার বন্যায় ভাসল উত্তর প্রদেশ। গণনা শুরুর দেড় ঘণ্টার মধ্যে ম্যাজিক ফিগার, ২০২-এ পৌঁছে যায় বিজেপি। অখিলেশ ও রাহুল গান্ধীর সব হিসেব এলোমেলো। দাগ কাটতে পারলেন না মায়াবতীও।

রাজ্যের ৭টি অঞ্চলেই এগিয়ে বিজেপি। নির্বাচনের ফলাফল বলছে, উত্তরপ্রদেশে নোট বাতিলের নেতিবাচক প্রভাব পড়েনি। বরং সমাজবাদী পার্টির ঘরোয়া কোন্দলে বিরক্ত জনতা ভোটবাক্সে তাদের প্রতিক্রিয়া দিয়েছে। ৩০০-র উপর আসনে জয় প্রায় নিশ্চিত বিজেপির।  

এই জয় মোদীর জয়। উত্তর প্রদেশে ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া বিজেপি নেতা কেশব মৌর্যের। কুশাসনের বিরুদ্ধে রায় দিয়েছেন মানুষ। উত্তর প্রদেশের ফল দেখে প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভির। আজ জয়ের প্রার্থনায় যজ্ঞ করেন সপা সমর্থকরা। কাজে আসেনি। ভোট গণনার ফল বলছে, উত্তর প্রদেশে একাই ক্ষমতা দখলের পথে বিজেপি।

দেখুন, বিস্তারিত তালিকা

আরও পড়ুন, মোদী ম্যাজিকে বেলাইন সপা, ফ্লপ রাহুল প্ল্যান; উত্তরপ্রদেশ জুড়ে গেরুয়া ঝড়

.