মমতাকে 'সূর্পণখা' বলা বিজেপি নেতার চোখে এবার আমলারা 'যৌনকর্মীর চেয়েও অধম'!
সুরেন্দ্র বলেন, "ঘুষ চাইলেই কষে ঘুষি মারুন। কাজ করতে না চাইলেই মারুন। জুতো দিয়ে মারুন।"
![মমতাকে 'সূর্পণখা' বলা বিজেপি নেতার চোখে এবার আমলারা 'যৌনকর্মীর চেয়েও অধম'! মমতাকে 'সূর্পণখা' বলা বিজেপি নেতার চোখে এবার আমলারা 'যৌনকর্মীর চেয়েও অধম'!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/06/123211-44.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিজেপির বিধায়ক-সাংসদদের একাংশের মুখ থেকে কুকথা কোনও নতুন বিষয় নায়। তবে এবার নজির গড়লেন যোগীর রাজ্যের এক বিধায়ক। রাজ্য সরকারি কর্মচারীদের তুলোধনা করতে গিয়ে মঙ্গলবার রোহানিয়ার বিধায়ক সুরেন্দ্র সিং যা বলেছেন, তা শুনে স্তম্ভিত সকলে।
আরও পড়ুন-২০১৯-এ মাধ্যমিক কবে থেকে শুরু? জেনে নিন সম্পূর্ণ পরীক্ষাসূচি
বালিয়ায় এক ‘চেতাবনি সভা’-য় বক্তব্য রাখতে গিয়ে উত্তেজিত সুরেন্দ্র বলেন, "সরকারি অফিসারদের থেকে যৌনকর্মীদের চরিত্র অনেক ভালো। ওরা টাকা নিয়ে সারা রাত নাচে। আর এই সরকারি অফিসাররা টাকা নেবে কিন্তু কাজ করবে না।" এটুকু বলেই থেমেননি সুরেন্দ্র। সরকারি আধিকারিকদের নামে এমন ঘৃণ্য মন্তব্য করার পাশাপাশি ঘুষখোরদের ঠাণ্ডা করার নিদানও দিয়েছেন বিজেপির এই বিধায়ক। এদিন সুরেন্দ্র বলেন, "ঘুষ চাইলেই কষে ঘুষি মারুন। কাজ করতে না চাইলেই মারুন। জুতো দিয়ে মারুন।"
আরও পড়ুন-কংগ্রেসেরই পাল্লা ভারী, আজ ২১ বিধায়কের শপথ কুমারস্বামী মন্ত্রিসভায়
উল্লেখ্য, এই সুরেন্দ্র সিংয়ের আরও কীর্তি রয়েছে। সুরেন্দ্র সিং এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সূর্পনখা বলেছিলেন। কংগ্রেসকে বলেছিলেন রাবণ। মমতা সম্পর্কে সুরেন্দ্র সিংয়ের মন্তব্য ছিল, "মমতা বন্দ্যোপাধ্যায় এখন সূর্পণখার ভূমিয়ায় অভিনয় করছেন। মানুষ মারা যাচ্ছে। উনি কিছুই করছেন না।’